পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দনুজমর্দন দেব। २११ দনুজমাধব বিশ্বরূপের মৃত্যুর পর পূর্ববঙ্গে রাজত্ব করেন। র্তাহার রাজত্বকালে ১২৮০ খৃষ্টাব্দে দিল্লীশ্বর বুলবন পূৰ্ব্ববঙ্গের অন্যতম বিদ্রোহী শাসনকৰ্ত্ত মঘীমুদ্দীন তোগরলকে দমন করিতে স্বয়ং বঙ্গদেশে আসেন। এ সময়ে দনুজমাধব সৈন্ত দিয়া নৌপথে র্তাহার সাহায্য করিয়াছিলেন। * দনুজমাধবের সহিত বুলবনের এক সন্ধি হয়। কিন্তু তৎপরে অল্পদিনের মধ্যে পূর্ববঙ্গের অনেকস্থান মুসলমান অধিকারভুক্ত হইলে, দনুজমাধব চন্দ্রদ্বীপে আসিয়া নূতন রাজ্য সংস্থাপন করেন এবং স্বকীয় গুরুদেব চন্দ্রশেখর চক্ৰবৰ্ত্তীর নির্দেশানুসারে নবোথিত দ্বীপে তিনি যে রাজ্য প্রতিষ্ঠা করেন, গুরুদেবের নামে তাহার নাম রাখেন—চন্দ্রদ্বীপ। + চন্দ্রদ্বীপের রাজবংশীয়গণ এই দনুজমাধবের বংশধর। এই রাজবংশীয় কেহ কেহ এখনও জীবিত আছেন। র্তাহারা সম্মানিত গোষ্ঠীপতি কায়স্থ। সুতরাং ইহা দ্বারা বল্লালসেন যে কায়স্থ ছিলেন তাহ প্রতিপন্ন হইতে পারে। এইরূপ প্রমাণের বলে শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ বস্তু মহাশয় সুবিখ্যাত “বিশ্বকোষে” বল্লালের কায়স্থত্ব প্রতিপাদন করিতে চেষ্টা করিয়াছেন। বল্লালসেন কায়স্থ ছিলেন কিনা তাহ প্রতিপন্ন করা বর্তমান প্রসঙ্গের উদ্দেশু নহে। তবে আমরা এখানে দেখাইতেছি যে, বিক্রমপুরের দনুজমাধব ও চন্দ্রদ্বীপের দনুজমর্দন একব্যক্তি নহেন। প্রথমতঃ শ্ৰীযুক্ত নগেন্দ্র বাবু সেন-রাজগণের সময় নিৰ্দ্ধারণ জন্য এসিয়াটিক সোসাইটির জরনালে যে দীর্ঘ প্রবন্ধ লিথিয়াছিলেন, তাহাতে ঘটক-কারিক হইতে উদ্ধৃত করিয়া দনুজমর্দনের বংশীয় জয়দেবকে “চন্দ্রদ্বীপস্ত ভূপালো দেববংশসমুদ্ভবঃ” বলিয়া ব্যাখ্যা করত প্রবন্ধ শেষ করিয়াছেন, পরে “পুনশ্চ” দিয়া ফরিদপুরের এক বৃদ্ধ ঘটকের বংশাবলী হইতে দেখাইতেছেন যে উক্ত পংক্তি “চন্দ্রদ্বীপস্ত ভূপালে সেনবংশসমুদ্ভবঃ” এইরূপ হইবে। } সেনকে দেব করিবার চেষ্টার মত “দেব”ও যে দৈবাৎ “সেন” হইয়া পড়িতে পারে, তাহ বিচিত্র নহে। এখানে সেন প্রক্ষিপ্ত হইয়াছে বলিয়া বোধ হয়। এইরূপ পাঠান্তর কুলগ্রন্থের উপর সাধারণের আস্থা কমাইয়া দিতেছে।

  • Stewart's History of Bengal, ( Bangabasi Edition, p. 82 ), Elliot.’ Vol. III. p. 1 16.

f शैवश्चश्मश्नः क्षिप्तः क्रुद्धं "झचौशं ब्रांछ्रंf i J. R. A. S. 1896, part i. p. 37,