পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫২ যশোহর-খুলনার ইতিহাস । করেন। দনুজমর্দন দেবদ্বিজে ভক্তিপরায়ণ ছিলেন। রূপেশ্বর কর্ণটি ত্যাগ করিয়া বঙ্গে আসিলে সম্ভবতঃ রাজধানীর সন্নিকটে গৌড় বা পাণ্ডুনগরে বাসস্থান নির্দেশ করিয়াছিলেন। তৎস্থত্রে দেববংশীয় রাজগণের সহিত র্তাহার পরিচয় হওয়া অসম্ভব নহে। যে বিভ্রাটে দনুজমর্দন পাণ্ডুনগর ত্যাগ করিয়া চন্দ্রদ্বীপে গিয়াছিলেন, তাহারই ফলে পদ্মনাভেরও পাণ্ডুনগর ত্যাগ করিতে হয়। দনুজমর্দনের রাজ্যস্থাপনের পরে তিনি চন্দ্রদ্বীপে গিয়া তৎকর্তৃক সংকৃত হইয়াছিলেন ; এবং তাহারই নিষ্ট হইতে ভূমিবৃত্তি পাইয়া গঙ্গাতীরে নৈহাটিতে বাস করেন। ১৪২০ খৃষ্টাব্দের নিকটবৰ্ত্তী কোন সময়ে এই ঘটনা হইতে পারে। গঙ্গাতীরে তাহারা দুই পুরুষ বাস করিয়াছিলেন ; তাহাতে ৫০ বৎসর কাটিয়া যাইতে পারে । সুতরাং পদ্মনাভের পৌত্র দ্বিজবর কুমারের গঙ্গাবাস ত্যাগের কাল ১৪৭০ খৃষ্টাব্দ আনুমানিক ধরিতে পারি। “ভক্তি রত্নাকর” নামক বৈষ্ণবগ্রন্থে দেখিতে পাই, কুমার নৈহাটি পরিত্যাগ করিয়া ফতেহাবাদ সরকারে গিয়া বাস করেন। বর্তমান ফরিদপুরের পুরাতন নাম ফতেহাবাদ। কিন্তু ফতেহাবাদ সরকার বহু বিস্তৃভ ছিল । আইন আকবরি হইতে জানিতে পারি, এই বিস্তৃত ফতেহাবাদ সরকার পূৰ্ব্বকোণে সন্দ্বীপ হইতে আরম্ভ করিয়া খালিফাতাবাদ, ইউসফপুর, রসুলপুর অর্থাৎ খুলনা-যশোহরের অধিকাংশ অধিকার করিয়াছিল। কুমার এই বিস্তৃতরাজ্যের কোথায় বাস করিয়াছিলেন ? আমরা স্থানীয় অনুসন্ধানে জানিতে পারিয়াছি যে ব্রাহ্মণকুলতিলক কুমার প্রাচীন সেখহাটি, জগন্নাথপুর, তপনভাগ, দেয়াপাড়া প্রভৃতি ব্রাহ্মণপ্রধান পল্লীর সন্নিকটে বিস্তীর্ণ ভৈরবনদতীরে চেকুটিয়া পরগণার অন্তর্গত প্রেমভাগ নামক গ্রামে বসতি নির্দেশ করিয়াছিলেন । * তখন চেঙ্গুটিয়া পরগণার নামকরণ হয় নাই। ঐ স্থান ইউসফপুর পরগণার এবং ফতেহাবাদ সরকারের অন্তর্গত ছিল । এই প্রেমভাগে কুমারের লোকবিশ্রুত পরম ভক্ত পুত্রত্রর জন্মগ্রহণ করেন। যে ভগবৎপ্রেমের লীলারঙ্গে এক সময়ে সমগ্র ভারতভূমি বিপ্লাবিত হইয়াছিল, সে প্রেমের আদি প্রস্রবণভূমি আজ শ্মশানে পরিণত হইয়া রহিয়াছে ! যাহার • বিশ্বকোষ ও চেঙ্গ,টিয়ার সন্নিকটে রূপসনাতনের মঠের কথা উল্লিখিত इश्शर । ২১শ খণ্ড, ১৩৬ পৃঃ । o