পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রূপসনাতন । ‘VI বংশপরিচয় পাই। ইহা অপেক্ষা প্রামাণিক বিবরণ আর কিছু হইতে পারে না ; উহাই এখানে প্রদত্ত হইতেছে। কর্ণাট দেশে জগদগুরু নামক এক রাজা ছিলেন। র্তাহার পুত্র অনিরুদ্ধদেব। অনিরুদ্ধের দুই পুত্র ; জ্যেষ্ঠ রূপেশ্বর, কনিষ্ঠ হরিহর। উদ্ধত হরিহর জ্যেষ্ঠকে তাড়াইয়া দিয়া নিজে রাজা হন। রূপেশ্বর সপত্নীক পৌলস্তাদেশে পলায়ন করেন। * তথায় তাহার পদ্মনাভ নামে এক সৰ্ব্বগুণান্বিত পুত্র হয় ( ১৩০৮ শক ) ফুরৎ মুরতরঙ্গিণী-তটনিবাসপর্যন্ত্ৰক, ততো দনুজমর্দনক্ষিতিপ-পূজ্যপাদঃ ক্রম দুবাস নবহট্টকে স কিল পদ্মনাভঃ কৃতী।” + অর্থাৎ পদ্মনাভ গঙ্গাতটে বাস করিতে সমুৎসুক হইয়া, রাজা দনুজমর্দন কর্তৃক পূজিত হইয় গঙ্গাতীরে নৈহাটি গ্রামে বসতি করেন। পদ্মনাভের পাচ পুত্র জন্মে। তাহদের নাম পুরুষোত্তন, জগন্নাথ, নারায়ণ, মুরারি, মুকুন্দ। সৰ্ব্বকনিষ্ঠ মুকুন্দের পুত্রের নাম কুমার। তিনি— “কিঞ্চি দ্রোহমবাপ্য সংকুলজনি বঙ্গালয়ং সঙ্গতঃ ” অর্থাৎ বিশেষ কোন বিবাদের জন্য তিনি জন্মস্থান ত্যাগ করিয়া বঙ্গদেশে উঠিয়া যান। তথায় তাহার তিন পুত্র জন্মে ; সৰ্ব্বজ্যেষ্ঠ সনাতন, মধ্যম রূপ ও কনিষ্ঠ বল্লভ বা অনুপম। বল্লভের পুত্ৰই সুবিখ্যাত জীব গোস্বামী। এই বর্ণনা হইতে আমরা দেখিতে পাইলাম যে পদ্মনাভ যখন নৈহাটিতে বাসস্থান নির্দেশ করেন, তখন তিনি দনুজমর্দন নামক এক রাজার দ্বারা পূজিত হইয়াছিলেন। আমরা পূৰ্ব্বে দেখিয়াছি, মহেন্ত্রদেব যবনকুল নাশ করিয়া ১৪১৪ খৃষ্টাব্দে পাঞ্জুনগরে এক রাজ্য স্থাপন করেন। ১৪৯৭ খৃষ্টাব্দে র্তাহার মৃত্যুর পর তৎপুত্র দনুজমর্দনদেব চন্দ্রদ্বীপে গিয়া এক রাজ্যস্থাপন

  • পৌলস্ত্য দেশ নামক কোন বিশেষ দেশ আছে বলিয়া জানি না। পৌলস্ত্য কুবেরের অন্য নাম। উত্তর দিকই স্কুবেরের রাজ্য। স্বতন্ত্রী রূপের উত্তর দিকে আসিয়া ছিলেন, ইহাই বোধ হয় । क{ी श्ल शश् छङ्ङ्ग ििह बरशिष्ठं । गखलिः झर्वत्र এই সময়ে বঙ্গেই আসিয়াছিলেন। সেনরাজগণও পূৰ্ব্বে কর্ণটি হইতে এদেশে আসেন।

+ विचष्कर, २०* थ७, १७****