পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যশোহর-খুলনার ইতিহাস। چډي(S\ বাহিনী সাজাইয়া লইয়া অতর্কিত ভাবে গাজীর সৈন্তের উপর পড়িলেন, এবার গাজীকে পরাজিত হইয়া পলায়ন করিতে হইয়াছিল। শুনা গিয়াছে, ইছামতীতীরে তারাগুণিয়া গ্রামে সৈয়দ সাদাউল্লার বাটতে গাজী সাহেব আশ্রয় লইয়া, ছিলেন। * পরে গাজী সমস্ত সংবাদ সুলতান হুসেন সাহের নিকট গিয়া অতিরঞ্জিত ভাষায় বর্ণনা করিলেন। গাজীর পরাজয়, কালুর কারাবাস, মুসলমানের অপমান, হিন্দুরাজন্তের অবাধ্যতা-সকল একত্র করিয়া এক ধৰ্ম্মযুদ্ধের কারণ উপস্থিত করিল। গৌড়েশ্বরের সৈন্থসমূহ জাতীয় মর্যাদার জন্ত মুকুট রায়ের বিরুদ্ধে প্রেরিত হইল। হিজলী ও হাতিয়াগড় প্রদেশ হইতেও গাজী সাহেব अरिनक ऐनछ जर्6इ कब्जि व्हेग्न अनिएनन। ग१ि ब्र७ि नौजैब्रमभूह উৎসন্ন ও বাসগৃন্ত করিয়া, খাদ্যদ্রব্য দূরীভূত বা ভূপ্রোথিত করিয়া, যেখানে সেখানে গুপ্ত সৈন্ত সংস্থাপন করিয়া শত্রুর আগমন পথ কণ্টকময় করিয়া তুলিয়াছিলেন। কিন্তু কিছুতেই কিছু হইল না । নগ্ন কালুর পুথিতে আছে, গাজী কতকগুলি বাঘ লুইং ব্রাহ্মণনগরের নিকট উপনীত হইলেন এবং বাস্ত্রদিগকে মেধ করিয়া লইয়া গুপ্তভাবে নগরে প্রবেশ করিলেন। এ ব্যাঘ্র সুন্দর বনের চতুষ্পদ ব্যাঘ্ৰ বলিয়া বিশ্বাস করি না, তবে ইহারা সুন্দর বনের অসভ্য মল্পজাতীয় বলশালী সৈন্ত হইতে পারে। মোট কথা, গাজী গুপ্ত ভাবে নগরীতে প্রবেশ করিলেন। অন্ত দিক হইতে গৌড়েশ্বরের সেনা আসিল । কয়েক দিন ধরিয়া ভীষণ যুদ্ধ চলিল। মুসলমানের পুরীর মধ্যবর্তী কূপের জলে গো-রক্ত প্রভৃতি নিক্ষেপ করিয়া বিষাক্ত করিয়া দিল। { অবশেষে মুকুট রায় পরাজিত হইলেন। তখন দক্ষিণ রায় অন্ত সৈন্ত লইয়

  • কুশদহ, ৩য় বর্ষ, ১১৩ পৃঃ ।

+ প্রবাদ এই মুকুট রায়ের পুর মধ্যে একটি কূপ ছিল, তাহার নাম মৃত্যুঞ্জীব কূপ। ঐ কূপের জল ছিটাইয়া দিলে মৃত ব্যক্তি বাঁচিয়া উঠিত। শত্রু কর্তৃক গোমাংস নিক্ষিপ্ত হওয়াতে কূপের সে শক্তি নষ্ট হয়। এখনও লাউজানিতে যশোহর রাস্তার সন্নিকটে এই মৃত্যুজীৰ কূপ বা জীয়ং কুড়ির স্থান প্রদর্শিত হইয় থাকে। পরমশ্রদ্ধের যুক্ত নিখিলনাথ রায় স্বপ্রধক মুর্শিদাবাদের ইতিহাসে জঙ্গীপুরের মধ্যে এক স্থানে জীবং কুও আছে, উল্লেখ করিয়াছেন। সেও হুসেন সাহের আমলের ঘটনা। এক তিণ্ডর রাজার সহিত যুদ্ধকালে হুসেন গানে সৈন্তগণ গোমাংস দ্বার সেখানেও উক্ত কুণ্ডের শক্তি নষ্ট করিয়া দিয়াছিল। মুর্শিদাবাঞ্জে झेङिशम, s१ १७, sv• शृः । -