পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব’দ্বীপের প্রকৃতি-বিল, বাওড়, খাল, দিয়াড়। গ্রামে পল্লীতে পল্লীতে বিল বাওড়ের অপূৰ্ব্ব সমাবেশ রহিয়াছে। বিল যেখানে উচ্চ হইয়া শস্তক্ষেত্রের উপযোগী হয়, তখন তাহ প্রান্তরে পরিণত হয়। প্রান্তরকে এদেশীয় লোকে “ডহর” বা ডর বলে। যশোহর-খুলনায় কোন হ্রদ নাই। অনেক স্থানে এই বিল, বিল ও বাওড়গুলি হ্রদের মত বারমাস জলপূর্ণ থাকে। নদী হইতে বিল বাঁওড় পর্য্যন্ত বিস্তৃত স্থানে বাস করাই এদেশের সাধারণ বসতির পদ্ধতি। লোকের অবস্থার সঙ্গে এই বসতির স্থান ভেদেরও একটা রীতি আছে। পাড়াগায়ে সে রীতি অধিকাংশ স্থলে এখনও প্রায় একভাবে পরিলক্ষিত হইয়া আসিতেছে। এ অঞ্চলে নদীর পাহাড়গুলিই সৰ্ব্বাপেক্ষ উচ্চ। যে নদী যত প্রবল, যাহার মাটী যত পলিময়, তাহার পাহাড় তত অধিক উচ্চ। মধুমতীর মত উচ্চ পাহাড় কোন নদীর নাই। মনে করা যাউক, উত্তরে ও দক্ষিণে দুইটি নদী আছে। উভয়ই পূৰ্ব্ব পশ্চিমে বিস্তৃত। উত্তরবর্তী নদীর দক্ষিণ পাহাড় অত্যন্ত উচ্চ, উহা হইতে ক্রমশঃ দক্ষিণ দিক্ নিম্ন হইয়া গিয়া একটি বিল হইয়াছে। বিলের ভিতর কতকটা এবং অব্যহিত উপরে কিছুদূর পর্য্যন্ত বর্ষার পরেও বেশ জল পায়, এজন্য সেখানে বেশ ভাল আমন বা হৈমস্তিক ধান্ত হয়। তাহারই উপর উত্তরদিকে, শুধু বর্ষাকালে যেখানে জল পায়,সেখানে আউস ধান এবং কাৰ্ত্তিক অগ্রহায়ণ মাসে কলাই সরিষা প্রভৃতি রবিশস্ত জন্মে, তরকারীর ক্ষেত হয়, গরুতে ঘাস খায়। ইহার উপরই কৃষকদিকের বাড়ী। কৃষকের বাড়ীর ধারে চাষ করে, গরু চরায়। নিকটে বিল, উহা দামদল শৈবালাদিতে সমাকীর্ণ। তবুও তাহা গভীর হইলে কৃষকের তাহারই জল থায় ; সেখানে প্রচুর পরিমাণে মৎস্ত ধরে ; গরুর জন্য ঘাস কাটে। তালের ডোঙ্গায় সেখানকার যাতায়াত চলে। এই সকল নিম্নশ্রেণীর লোকের ঘরে ধান থাকে, জমিতে কলাই হয়, সরিষা বা তিল ভাঙ্গাইয়া তৈল করে, বিল হইতে প্রচুর মাছ ধরিয়া খায়, হাটের দিন বস্ত্রলবণাদির জন্ত কিছু ধান্ত বা তরকারী মাথায় করিয়া হাটে যায় এবং মাছের গল্প, ভূতের গল্প ও জমির গল্প দ্বারা যে উদর পূর্ণ ছিল, তাহ খালাস করিয়া আসে। আর তাহামের পশ্চাতে বড় মীর কুলে সভ্য শিক্ষিত, ধনী, বিষয়ী, উচ্চশ্রেণীর লোক উদ্ভানশোভিত বাটতে বালান কোঠায় বা ভাল ঘরে বাস করে, নৌকা পালকীতে দূরবর্তী স্থানের শক্তি গান্ধ BBS BBB BB BBBB BBB BBB BB BBD BBHDSDLS