পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هة سيا কথা যেমন তুমি কহিয়াছ সেইরূপই আমার পরমেশ্বরের মহিমা মহান হউক। আপনার প্রচুর দয়ানুসারে মিসরদেশ অবধি এ পর্যন্ত এই লোকদের প্রতি যেমন ক্ষমা করিয়াছ, তদনুসারে এই পাপ ক্ষমা কর, আমি এই বিনয় করি। তাহাতে পরমেশ্বর কহিলেন তোমার বাক্যানুসারে আমি তাহাদিগকে ক্ষমা করিলাম, কিন্তু আমি যদি নিত্য হই, তবে তাবৎ পৃথিবী পরমেশ্বরের তেজেতে পরিপূর্ণ হইবে। আমার বিরুদ্ধে বচসার্কারী এই দুষ্ট মণ্ডলীকে কহ, যেমন তোমরণ কহিল৷ সেই রূপ আমিও করিব। অর্থাৎ আমি তোমাদিগকে পূৰ্ব্বপুরুষদের প্রতি যে দেশের বিষয়ে দিব্য করিয়াছিলাম, কালেৰ ও যিহোশূয় এই দুই জন ভিন্ন তোমরা সেই দেশে কথন দেখিব না, তোমাদের সন্তানের এই অরণ্যে পর্য্যটন করিয়া ক্ষুধাতে প্রাণত্যাগ করবে। কিন্তু তোমাদের নূতন বণশকে আমি তোমাদের সাক্ষাতে লইয়া যাইব, সুতরাণ ইহাতে তাহারাই সেই দেশ দেখিতে পাইৰে । মূসা লোকদিগকে এই সকল বাক্য কহিলে পরে, তাহারণ অত্যন্ত বিলাপ করিয়া কহিল, পরমেশ্বর যে স্থানের বিষয়ে আজ্ঞা করিয়াছিলেন এই ক্ষণে আমরা সেই স্থানে যাই, তাহাতে মূসা কহিল, এক্ষণে তোমরা, কেন পরমেশ্বরের আজ্ঞা লঙুন করিতেছ, ইহাতে তোমাদের কদাচ মঙ্গল হইবে না, এখন পরমেশ্বর তোমাদের মধ্যে নাই, অতএব যাহাতে তোমরা শতুসমুখে আহুত না হও, এমত চেষ্টা কর, এব^ এস্থান হইতে I 3