পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పెe উয়ি। যাইও না। কিন্তু তাহার সেই কথা ন শুনিয়া অহস্কার পূৰ্ব্বক গমন করিল। তখন অমালেকীয় ও কৈনানীয় লোকের নামিয়া আসিয় তাহাদিগকে পরাজয় করিয়া হস৷ পয্যন্ত তাহাদিগকে প্রহার করিল। حموجو دههههم সপ্তদশ । কোরহ ও দাথন ও অবিরাম প্রভৃতির বিপক্ষতার বিবরণ । লেবীর প্রপৌত্র কোরহ ও রুবেন বণশীয় দার্থন ও অবিরাম ইহার ঈর্ষা ও অহঙ্কারেতে প্রভাবযুক্ত হইয়। ইস্রায়েল বলশের দুই শত পঞ্চাশ জন সেনাপতি লইয়। মূসা ও হারোণের সঙ্গে বচস করিয়া প্রধান পদের অণশ চাহিল। তাহাদের সাহস দেখিয় মূসার চমৎকার জ্ঞান হইলে, সে অধোমুখ হইয় পড়িয়া পরমেশ্বরের নিকটে প্রার্থনা করিল। পবে গাত্রোথান করিয়া সে কহিল, লোকদিগকে লইয়া যাইতে যাহাকে পরমেশ্বরের মনোনীত করিয়াছেন, তাহা কল্য প্রকাশিত হইবে । মূসা কোরহকে ও তাহার সহকারী লেবীগণকে আবাসের দ্বারে ধূপ জ্বালাইবার নিমিত্তে পরদিবসে হারোণের নিকটে আসিতে আজ্ঞা করিয়া কহিল। কাহাকে মনোনীত করিয়াছেন, তাহ পরমেশ্বর আপনি প্রকাশ করিবেন r এবং মূসা দাঁথনকে ও অবিরামকে ডাকিতে লোক পাঠাইলে, তাহারা কহিল আমরা যাইব না। পরে পরমেশ্বর মূসাকে ও হারোণকে কৃছিলেন