পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫెర్రీ আমরা তোমার দেশের সীমাস্থিত কাদেশ নগরে আছি । এইক্ষণে তুমি আপনার দেশের মধ্যদিয়া আমাদিগকে যাইতে দেও, ইহা বিনয় করি, আমরা তোমার শস্য ক্ষেত্রের কি দক্ষিণ ক্ষেত্রের মধ্যদিয়া যাইব না, ও কূপের জলও পান করিব না। এব^ যদি আমরা কিম্বা আমাদের পশুগণ জলপান, করি কিম্ব করে, তবে আমি তাহার মূল্য দিব, কেবল রাজপথ দিয়া গমন করিব, যে পৰ্য্যন্ত তোমার সীমা উন্তীর্ণ না হই তাবৎ দক্ষিণে কি বামে ফিরব না। তাহাতেই ইদোমের রাজা কহিল, তোমরা দেশের মধ্যদিয়া সাইতে পারিব না। এই মতে ইদোম ইসায়েল ব^শকে পথ না দেওঁষাতে, তাহার। তাহার নিকট হইতে ফিরিয়া গিয়া হোর পৰ্ব্বতের দিকে যাত্রা করিল। এব০ ঈশ্বরের বাক্যানুসারে হোর পর্বতে হারোণের মৃতু্য হইল, তাহাতে তাহার পুত্র ইলীয়াসর পিতার প্রধান যাজকত্ব পদ পাইল । * অপর ইসায়েল বংশ অথারিম পথদিয়া আদিতেছে এই কথা শুনিয়া দক্ষিণ কৈনাম দেশীয় অরাদদেশের রাজা তাহদের প্রতিকূলে যুদ্ধ করিতে আইল। কিন্তু ঈশ্বর তাহাকে ইয়ায়েল বলশের হস্তে সমপণ করিল। তাহাঁতে ইসায়েল বণশ তাহাদিগকে ও তাহাদের নগরকে সমূলে উচ্ছিন্ন করিল। এব^ সেই স্থানের নাম হৰ্ম্ম অর্থাৎ সমূলোচ্ছিন্ন রাখিল। পরে তাহারা ইদোম দেশ প্রদক্ষিণার্থে হোরেব পদত হইতে প্রস্থান করিলে পর, ভুান্তিতে লোকদের প্রাণ বিরক্ত হইল। তাহাতে