পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S(t বাহির করিব? পরে মূসা আপন হস্ত তুলিয়। ঐ যষ্টিদ্বারা পৰ্ব্বতে দুইবার আঘাত করিল, তাহাতে তাহ হইতে প্রচুর জল নির্গত হইলে, মণ্ডলী ও তাহাদের পশুগণ পান করিলা মূসা ইহা করিলে ঈশ্বর তাহার প্রতি অসন্তুষ্ট হইলেন, যেহেতুক সে ক্রোধচিত্তে সেই শৈলকে আজ্ঞা করিয়াছিল, এবণ ঈশ্বরকে ধন্যবাদ না করিয়া আপনি ও হারোণ সম্মান গ্রহণ করিল, কেননা ঈশ্বরের আজ্ঞানুসারে মূসা কেবল শৈলকে কহিলেই হষ্টত, কিন্তু পর্বতকে দুইবার আঘাত করাতে আপনার অপ্রত্যয় প্রকাশ করিল, অতএব পরমেশ্বর মূসাকে কহিলেন তোমরা ইস্লায়েল বলশের मयूथ यांप्राङ्ग সম্মান করিতে আমার কথাতে প্রত্যয় করিলা না, অতএব আমি এই মণ্ডলীকে যে দেশ দিব সেই দেশে তোমরা তাহাদিগকে আনিব না ? 帶 পরে মুস কাদেশ হইতে সীয়র পদত নিবাসি ইসবণশীয় ইদোমের রাজার নিকটে লোকদ্বারা এই কথা প্রেরণ করিল, তোমার ভুাতৃলোক ইয়ায়েল বণশ এই কথা কহে, আমাদের প্রতি যে সমস্তু ক্লেশ ঘটিয়াছে তাহা তুমি জ্ঞাত আছ, আমাদের পিতৃগণ মিসরদেশে গিয়াছিল, এবণ আমরা অনেক দিন বাস করিয়াছি, তাহাতে মিসরীয় লোকের আমাদের প্রতি ও আমাদেরপিতৃগণের প্রতি কুব্যবহার করিয়াছে। অতএব আমরা পরমেশ্বরের নিকটে প্রার্থনা করিলাম। তাইতে তিনি আমাদের রব শুনিলেন, এব^ দূত প্রেরণ করিয়া মিসর . হইতে বাহির করিয়া আনিলেন, এখন দেখ,