পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

おレア হস্তগত করিয়া সেই স্থানস্থিত ইমোরীয়দিগকে দূর করিল। পরে ইস্রায়েলবণশ ফিরিয়া বাসনের পথদিয়া গমন করিল, তাহাতে বাসনের রাজা, ওগ ও তাহার সমস্ত লোক বাহির হইয় তাহদের প্রতিকূলে যুদ্ধ করিতে ইদ্রায়িতে গমন করিল। তথন পরমেশ্বর মূসাকে কহিলেন তুমি ইহাতে ভীত হইও না। কেননা আমি তোমার হস্তে তাহাকে ও তাহার লোক সকলকে ও তাহার দেশকে সমপণ করিব, এমতে ইস্লায়েলবণশ তাহাকে এব^ তাহার লোকদিগকে আঘাত করিয়া তাহাদের দেশ অধিকার করিল। এবণ ফিরীহোর সমুস্থিত যদুননদীর তীরে যেহিসবন দেশ সেই স্থানে তাহারা শিবির স্থাপন করিল। ممتیجه هسه حاج حسه উনবিংশতি । বিলিয়মের বিবরণ এক মিদিয়েনিদিগের উচ্ছিন্নতার বৃত্তান্ত। ইসুয়েলবণশ ইমোরীয়দের প্রতি যে ব্যবহার করিল, তাহা সিপোরের পুত্ৰ মোয়াবের রাজা বালাক দেখিল, তাহাতে সে ভীত হইয়া বিয়োরের পুত্র বিলিয়মের নিকটে ইহণ কহিয়া পাঠাইল, দেখ যে -সমূহ লোক মিসর হইতে বাহির হইয়। আসিয়াছে, তাহার এখন আমাদের দেশের সম্মুথে আছে, আমি নিবেদন করি, ইহারা আমাহইতে বলবান, অতএব যদি তুমি আসিয়া আমার নিমিত্তে এই লোকদিগকে অভিশাপ দেও, তাহাতে আমি জয়ী হইয়।