পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

के * তাহাদিগকে বধ করিতে কিম্ব দেশহইতে দূর করিতে পারিব। পরে মোয়াবের ও মিদিয়োনের প্রাচীন লোকের এই কর্মের পুরস্কার হস্তুে লইয়। প্রস্থান করিল, এব৯ বিলিয়মের নিকটে উপস্থিত হইয়। বালাকের কথা তাছাকে কহিল, তাহাতে সে তাহাদিগকে কহিল, তোমরা অদ্য রাত্রিতে এই স্থানে বাস কর, পরমেশ্বর ইহাতে যাহা কহিবেন তাহা অামি তোমাদিগকে কহিৰ । পরে প্রাতঃকালে বিলিয়ম তাহাদিগকে কহিল, তোমরা আপন দেশে যাও, কেননা তোমাদের সহিত আমার গমনেতে পরমেশ্বর অসম্মত আছেন, তাহাতে তাহারণ বালাকের নিকটে ফিরিয়া গেলে, সে পুনৰ্ব্বার তাহাদের হইতে অতি সম্ভ্রান্ত অনেক অধ্যক্ষগণকে প্রেরণ করিল । তাহাতে তাহার। বিলিয়মের নিকটে আসিয়া কহিল, সিপোরের পুত্র বালক এই কথা কহে, আমি নিবেদন করি, আমার নিকটে আসিয়া তোমার কিছুই বিয়ু না হউক। আমি তোমাকে অতিশয় সম্মান বিশিষ্ট করিব, এব^ যাহ আজ্ঞা করিব, তাহাই করিব, অতএব বিনয় করি, তুমি আসিয়া এই লোকদিগকে আমার নিমিত্ত্বে শাপ দেও। তাহাতে বিলিয়ম উত্তর করিল, যদ্যপুি ৰালাক রৌপ্য সুবৰ্ণেতে পরিপূর্ণ আপন ভাণ্ডার • আ-- মাকে দেয়, তথাপি নানাধিক করণে আমি আপন প্রভু পরমেশ্বরের আজ্ঞা লঞ্জন করিতে পারি না। কিন্তু তোমরা এই রাত্রিতে এই স্থানে প্রবাস কর, পরমেশ্বর আমাকে আর যাহা কহিবেন, তাহাও К 2