পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه ه لا আমি জানাইৰ। ইয়ায়ের^শ সত্য পরমেশ্বরের লোক, এব৯ পরমেশ্বর তাহাদিগকে আশীৰ্ব্বাদ করিতে মনস্থ করিয়াছেন, ইহা জানিলেও বিলিয়ম আপনি রাজ পরিচিত হইবার নিমিত্তে রাজার সম্মান লইতে উৎসুক হইল, এব^ বহু মূল্যের ভেট লইতে মনে লোভ করিল, পরমেশ্বর তাহার অধৰ্ম্মের ও লোভের দণ্ড দিতে তাহাকে আপন ইচ্ছানুসারে তাহা করিতে দিয়া তাহাকে যাইতে দিলেন । - অপর তাহার গমন করাতে পরমেশ্বরের ক্রোধ পুত্ত্বলিত হইল, এব^ পরমেশ্বরের দূত শতু স্বৰূপ হইয় তাহার পথে দাড়াইল। বিলিয়ম যে গৰ্দভাতে আরোহণ করিল, সে দুইবার পরমেশ্বরের দূতকে এড়াইয়া যাইতে পথের পাশ্বদিয়া পুস্থান করিল, কিন্তু বিলিয়ম আপনার উপস্থিত বিপদ না জানিয়া ঐ গদভীকে প্রহার করিল। তৃতীয়বারে যখন গদভী ভূমিতে পড়িল, তখনও সে ক্রোধে আরোহণ করিয়া তাহাকে নিৰ্দ্দয়ৰূপে , প্রহার করিল। তাহাতে পরমেশ্বর ঐ গদভীকে বাকশক্তি দিলে, গৰ্দভ বিলিয়মকে কহিল, আমি তোমার কি করিলাম, যে তুমি আমাকে বিনাঞ্চরাধে তিনবার প্রহার করিলা, ইহাতে সে উত্তর করিল, আমার হস্তে যদি খড়গ থাকিত তবে আমি এ4নই তোমাকে বধ করিতাম। তখন পরমেশ্বর বিলিয়মের চক্ষুঃপ্রসন্ন করলে, সে পথের মধ্যে নিস্কোষ খড়গধারী পরমেশ্বরের দূতকে দণ্ডায়মান দেথিল, তাহাতে সে তাহাকে প্রণাম করিতে উবুড় হইয়া