পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ০২ এবণ প্রত্যক বেদিতে এক ২ গোবৎস ও এক ২ মেষ উৎসর্গ করিল। পরে বিলিয়ম আপন চক্ষুঃ তুলিয়া সকল ৰণশের সহিত বাসকারি ইস্রায়েল বণশকে দেখিল, এব° তাহাতে ঈশ্বরের আত্মার আবির্ভাব হইলে, সে কহিতে লাগিল, হে যাকুৰ বণশ তোমার শিবির, ওহে ইয়ায়েল বণশ তোমার আবাস কেমন সুন্দর, তাহা বিস্তারিত উপত্যকার ন্যায়, ও নদীতীরস্থ উদ্যানের ন্যায় ও জল নিকটস্থ এরস বৃক্ষের ন্যায়, তাহার বীজ হইতে এক মনুষ্য উৎপন্ন হইয় অনেক জাতির উপরে কর্তৃত্ব করিবে, ও তাহার বাস। আকাশ অপেক্ষা ও উন্নত হইবে, ও তাহার রাজ্য বৰ্ত্তমান হইবে। পরমেশ্বর তাহাকে মিসরদেশ হইতে বাহির করিয়া আনিয়াছেন, সে অন্য জাতীয় শতুগণকে গ্রাস করিবে, ও তাহাদের অস্থি চূর্ণ করিবে, ও আপন বলদ্বারা তাহাদিগকে ভেদ করিলে, যে কেহ তাহাকে আশীৰ্ব্বাদ করিবে সে আশীৰ্ব্বাদ পাইবে, ও যে কেহ তাহাকে শাপ দিবে সে শাপগ্রস্ত হইবে। তখন বিলিয়মের প্রতি বালাকের ক্রোধ প্রজ্বলিত হইলে, সে আপন হস্তে হন্তের আঘাত করিয়া কহিল শতুগণকে শাপ দিতে আমি তোমাকে আনিলাম, কিন্তু তুমি তিন এবার " সৰ্ব্বতে ভাবে তাহাদিগকে আশীৰ্ব্বাদ করিলা, এখন তুমি স্বস্থানে পলায়ন কর, আমি তোমাকে অতিশয় শ্বস্মানিত করিব, ইহা ভাবিয়াছিলাম, কিন্তু দেখ, পরমেশ্বর তোমাকে সম্মান পাইতে নিবৃত্ত করিলেন। তাহাত্তে বিলিয়ম কহিল, বালাক সোণ ও