পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5 ه لا ৰূপাতে পরিপূর্ণ আপন ভাণ্ডার আমাকে দিলেও, আমি আপন ইচ্ছাতে ভাল কি মন্দ করিতে পরমেশ্বরের আজ্ঞা লঞ্জন করিতে পারি না। পরমেশ্বর যাহণ কহিবেন, আমি তাহাই করিব, এই কথা কি আমি তোমার দূতগণের সাক্ষাতে কহি নাই, আইস, এই লোকেরা শেষ যুগে তোমার লোকদের প্রতি কি করিবে, তাহ। তোমাকে জ্ঞাত করি। এবণ বিলিয়ম কহিল, আমি তাহাকে দেখিতেছি কিন্তু এক্ষণে নয়, ও তাহার দর্শন পাইতেছি, কিন্তু নিকটে নয়, যাকুর হইতে এক তারা নির্গত হইবে, ও ইসুয়েলবণশ হইতে এক রাজদণ্ড উৎপন্ন হইবে; এবণ যাকুব হইতে উৎপন্ন এক ব্যক্তি কর্তৃত্ব করিবেন, এব^ ইদোম ও সেয়ীর তাহাদের অধিকৃত হইবে; এবং ইস্রায়েল বণশ বীরের ন্যায় আচরণ করিৰে | - বিলিয়ম স্বস্থানে, যাইবার সময়ে দণ্ডায়মান হইয়া বালাককে মোয়াবের এবণ মিদিয়ানের কন্যাগণদ্বার" ইসুয়েলবণশকে ভুলাইতে পঞ্জামর্শ দিল, কেননা এই রূপে তাহারণ দেবপূজাতে আসক্ত হইলে, ঈশ্বরের কৃপ, ও আশ্রয় হারাইবে। ঐ মন্ত্রণ বালাক শুনিলে পরে, মিদিয়ানের পুত্তলিকা সেবিক স্ত্রীরা ইসুয়েলৰণশের প্রতি প্ৰেমযুক্ত হইয় তাহাদিগকে অতিশয় “দোষগ্রস্ত কুক্রিয়াতে প্রবৃত্ত করাইল, তাহাতে তাহারা বালপিওর দেবকে পূজা করিল। পরে মূসা অনেক অত্যাচারিদিগকে দণ্ড করিল, এবণ হারোণের পৌত্র উগ্রস্বভাব ফিলিয়াস নামক এক বলবান ব্যক্তি প্রহার