পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} e \e হইবেন না, এব^ তোমরা তাহার আজ্ঞ প্রতিপালন করিব। কি না, তদ্বিষয়ে তোমাদিগকে পরীক্ষা করিতে ও তোমাদের অন্তঃকরণ জানিতে ও তোমাদিগকে নমু করিতে তোমাদের প্রভূ পরমেশ্বর ক্রমাগত চল্লিশ বৎসর প্রান্তরের মধ্যে যে ২ পথে তোমাদিগকে গমন করাইয়াছিলেন তাহা স্মরণ কর। মনুষ্যজাতি কেবল রুটীদ্বারা প্রাণধারণ করিতে পারে না, কিন্তু পরমেশ্বরের মুখ হইতে নিৰ্গত যে ২ বাক্য তাহাদ্বারাই প্রাণধারণ করিতে সমর্থ হয়, ইহ। তোমাদিগকে জ্ঞাত করিতে তিনি তোমাদিগকে নত ও ক্ষুধিত করিয়া তোমাদের ও তোমাদের পূৰ্ব্ব পুরুষদিগের অজ্ঞাত যে মান্না তাহ দিয়া তোমাদিগকে প্রতিপালন করিলেন । এবণ মনুষ্য জাতি যেমন আপন পুত্রকে শাসন করিয়া থাকে, তোমাদিগের প্রতুিও পরমেশ্বর তাদৃশ শাসন করিয়া থাকেন, ইহা তোমরা মনে ২ বিবেচনা করিয়া দেখ, কেননা তোমর অপয়াদের প্রভু পরমেশ্বরকে ভয় ও র্তাহৱ পথে গমন দ্বারা তাহার আজ্ঞা প্রতিপালন কর। যে দেশে জলসুোতঃ, উনুই, ও জলাশয় আছে, এব^ গোধূম ও বব ও দ্রাক্ষা ও ডুম্বর ও দাড়িম্ব ও জিততৈল ও মধু উৎপন্ন হয়, এব^ যে দেশে নানাভক্ষ্য থাইতে পাইবা, এবং কখন তাহার অপ্রতুল হইবেন, এমৎ উত্তম দেশে তোমাদের প্রভূ পরমেশ্বর তোমাদিগকে আনিবেন, কিন্তু সাবধান, আমি অদ্য তোমাদের প্রভূ পরমেশ্বরের যে আজ্ঞা ও বিধি ব্যবস্থা তোমাদিগকে দেই তাহা তোমরা পালন না করিয়া তাহাকে বিস্তৃত্ব হইও