পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

عه ډ প্রভূ পরমেশ্বরের নিয়ম বিস্কৃত না হও, ও তোমাদের প্রভু পরমেশ্বরের নিষিদ্ধ কোন থোদিত প্রতিমা ও কোন প্রাণির প্রতিমূৰ্ত্তি নিৰ্ম্মাণ না কর, এই জন্যে তোমরা আপনাদের বিষয়ে সাৱধান হও, এবণ তোমাদের প্রভু পরমেশ্বরকে ক্রুদ্ধ করিতে তাহার সাক্ষাতে কুক্রিয়া করিও না। নতুবা আমি অদ্য তোমাদের প্রতিকূলে স্বর্গ ও মর্ত্যকে সাক্ষী করিয়া কহিতেছি, তৎকালে তোমরা • যে দেশ আধিকার করিতে যদনঙ্গদী পার হইয়া যাইবা, সে দেশ হইতে শীঘু নিঃশেষে বিনষ্ট হইবা, তাহার মধ্যে বহুকাল পর্য্যন্ত অবস্থিতি করিবণ ন, কিন্তু নিমূলে উচ্ছিন্ন হইবা, এব^ পরমেশ্বর অন্যজাতির মধ্যে তোমাদিগকে ছিন্নভিন্ন করবেন, যে স্থানে পরমেশ্বর তোমাদিগকে আনিবেন, সেই অন্যদেশীয় লোকদের মধ্যে তোমরা অল্পসAখ্যক অবশিষ্ট থাকির। কিন্তু সেই স্থানে যদি আপন প্ৰভু পরমেশ্বরের অন্বেষণ কর, তবে আপনি তাবৎ অন্তঃকরণের সহিত ও সমস্ত প্রাণের সহিত তাহার অন্বেষণ করিলে তাহার উদেশ পাইবা, যখন তোমাদের দুঃখ উপস্থিত হইবে ও এই সমস্ত তোমাদের প্রতি ঘটবে, তখন সেই ভবিষ্যৎকালে যদি আপন প্ৰভু পরমেশ্বরের প্রতি মনঃ ফিরাইয়। র্তাহার অজ্ঞানুবৰ্ত্তী-হও,তৰে তোমাদের প্রভু পরমে, শ্বর আপন দয়াপ্রযুক্ত তোমাদিগকে ত্যাগ করবেন না, ও তোমাদিগের বিনাশ করিবেন না, এৰূপ তোমাদের পূৰ্ব্বপুরুষদের নিকটে যে নিয়মিত বিষয়ে দিব্য দ্বারা পুতিজ্ঞ। স্থির করিয়াছিলেন, তাহ বিস্মৃত কদাচ