পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》oー তাহাদিগকে বাহির করবেন। অতএব তোমাদের প্রভূ, পরমেশ্বর তোমাদের ধৰ্ম্মপ্রযুক্ত এই উত্তমদেশে তোমাদিগকে অধিকার করিতে দিবেন না, ইহা জ্ঞাত হও, কেননা তোমরা নিতান্ত অবাধ্য লোক, অথচ তোমরা প্রান্তরের মধ্যে আপন প্ৰভু পরমেশ্বরকে যে ৰূপ ক্রুদ্ধ করিয়াছিল। তাহ স্মরণ কর, কদাচ ভূল না,কেননা তোমরা মিসরদেশহইতে যাত্র করণবিধি এই স্থানে আগমন পৰ্য্যন্ত পরমেশ্বরের আজ্ঞা লক্ষ্মনকারী হইয়া আসিতেছ। হে ইয়ায়েলবণশ তোমাদের প্রভূ পরমেশ্বরকে ভয় করণ ও তাহার সকল পথে গমন ও র্তাহাতে প্রেম করণ এব°N মনের সহিত র্তাহাকে সেবা করণ এব^ পরমেশ্বরের যে ২ আজ্ঞা ও যে ২ বিধি তোমাদের হিতার্থে অদ্য আমি দি, এই সকল ব্যতীত পরমেশ্বর তোমাদের নিকটে আর কি চাহেন ? অার পরমেশ্বর তোমাদের এব^ তোমাদিগের ভাতৃগণের মধ্যছইতে অনুগ্রহ করিয়া আমার সদৃশ এক জন ভবিষ্যদ্বক্তার উদয় করিবেন, র্তাহার কথাতে তোমরা মনোযোগ করিবা, যেমন প্ৰভু হোরেব পৰ্ব্বতে কহিলেন, আমি ইহাদের ও ইহাদিগের ভুাতৃগণের মধ্যহইতে তোমার সদৃশ এক ভবিষ্যদ্বক্তাকে উৎপন্ন করিব, ও তাহার মুখে আমার বন্ধক্য দিব, তাহাতে আমি তাহাকে যে ই আজ্ঞা করিব, তাহ। তিনি তাহাদিগকে কহিরেন, তিনি আমার নাম ৰুেং কথা কহিবেন তাহ, যে জন না শুনিবে, তাহার বিচার আমি করিব । যদি তোমরা পরমেশ্বরের' বাক্য ন। স্তন, তবে তোমরা যাবৎ বিনষ্ট না হও তাবৎ