পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

దివె তিনি তোমাদের সকল কৰ্ম্মে শাপ, খেদ ও লাঞ্ছন। দিবেন, পরমেশ্বর তোমাদিগকে যক্ষ্মা ও জ্বর ও অত্যন্ত দাহ, ও খড়গ ও বায়ু এব^ বৃক্ষাদির রোগদ্বারা বিনষ্ট করিবেন । এব° তোমাদের মস্তকোপরি আকাশ পিত্তল হইবে, এব^ অধস্থ পৃথিবী লৌহ হইবে। পরমেশ্বর তোমাদিগকে শত্ৰুদ্বারা প্ৰহারিত করবেন। এব^ তোমরা তাহাদের সন্নিধান হইতে পলায়ন করিয়া পৃথিবীর সকল স্থানে ভুমণ করিব । এবণ পরমেশ্বর তোমাদিগকে উন্মত্ততা ও অন্ধতা ও চিত্তের চমৎকার দ্বারা প্রহার করিবেন । এব০ অন্ধের অন্ধকারে যেরূপ হাতড়ায় তোমরা মধ্যাহ্নকালে তদনুৰূপ হাতড়াইবা, তোমর সকল উপায়েতে সিদ্ধ হইব না, এব^ চিরকালের নিমিত্তে তোমৱা ক্লেশিত ও ভুষ্ট হইবা, এবণ কোন মনুষ্য তোমাদিগকে রক্ষা করিবে না । এবণ পরমেশ্বর তোমাদিগকে যে দেশে লইয়া যাইবেন, সেই দেশে তোমরা এক আশ্চৰ্য্য ও এক উপমার এব০ এক বিদ্রুপের স্থান হইবা, সকল বস্তু প্রচুর থাকিলেও, তোমরা মনের আনন্দের সহিত পরমেশ্বরের সেবা করিলা না, এজন্যে তোমরা ক্ষুধাতে ও তৃষ্ণাতে এব^ বস্ত্রাদি সকল বস্তুর অভাবেতে পরমেশ্বর কর্তৃক তোমাদের প্রতিকূলে প্রেরিতু শর্তুগণের সেবা করিব।উৎকুেশ পক্ষির ন্যায় দ্রুতগামী এক জাতিকে তোমাদের প্রতিকূলে পরমেশ্বর আনিবেন, এবশপস জাতির ভাষা তোমরা বুঝিতে পারিব না, তাহাদের মূৰ্ত্তি অতি প্রচণ্ড, এবং সাহস প্রযুক্ত তাহারা যে