পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}} | সকল উচ্চৈঃশব্দ করিবামাত্রে ঐ নগরের প্রামর সমভূমি হইল, ইহাতে লোকের নগর মধ্যে প্রবেশ করিয়া রাহৰ ও তাহার পরিজন ব্যতিরেকে সকল প্রাণী ও বস্তু মাত্রকেই অগ্নিদ্বারা দগ্ধ করিল। তদনন্তর বিহোশূয় ৩০০০ সৈন্য সঙ্গে করিয়া অয়নগরকে আক্রমণ করিবার জন্যে গেল, কিন্তু তাহার সৈন্য সমূহ শত্ৰু সমুখহইতে পলাইল, যিহোশূয় ঐ রণভঙ্গেতে ব্যাকুল হইয়া অষ্টাঙ্গ প্রণাম পূৰ্ব্বক পরমেশ্বরের নিকটে স্তব করিবামাত্রে অপমানের কারণ জিজ্ঞাসা করিতে লাগিল, ইহাতে পরমেশ্বর উত্তর দিলেন, ইসুয়েল ব^শ আমার আজ্ঞা লঞ্জন করিয়া পাপ করিল, কেননা শাপগ্রস্তু দুব্য গ্রহণ করিয়া তদ্বিষয়ে প্রতারণা করিল, সেই নিমিত্ত তাহার আপনার শত্নগণের সম্মুখে স্থিত থাকিতে ন পারিয়া পলাইল, এই চৌৰ্য বিষয় নিশ্চয় করিবার জন্যে সভা হইলে আথন নামক এক ব্যক্তি ধরা পড়িল, আর প্রতারণ করিতে না পারিয়া স্বীকার করিয়া বলিল, ফিরিহে নগরে লুঠের দ্রব্যহইতে কিঞ্চিৎ চুরি করিয়া আমার তাম্বুর মধ্যে মৃত্তিকার ভিতরে লুকাইয়। রাথিয়াছি। ইহ প্রকাশ হওয়াতে ঐ দোষী ও তাহার পরিবার ও ধনসম্নত্ত্যাদি বিনষ্ট হইল, তাহাতে পরমেশ্বর সদয়হইয় আপন লোকদিগকে তুয়নগর লইতে ও ধ্ব^স করিতে সমর্থ করিলেন, এই সকল জয়ের স^বাদ নিকটবৰ্ত্তি দেশেতে শীঘ্র প্রচার হইলে, কৈনান দেশের রাজার ইসায়েল বণশের বড় বল ও আশ্চৰ্য্য সৌভাগ্য