পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} \bo. দর্শনে ভীত হইয় পরল্পর রক্ষার্থ আপনাদের সকল সৈন্য একত্র করিতে মনস্থ কৰুিল। কিন্তু গিবিয়ন দেশের লোকের ইসায়েল বলশের সহায় পরমেশ্বর ইহা অবগত হইয় তাহাদিগের সহিত যুদ্ধ করিবার নিমিত্তে অন্য লোকের সহিত ঐক্য করিল না, বরণ যিহোসুয়ের নিকটে দূতগণ দ্বারা এই নিবেদন করিয়া পাঠাইল, আমরা বিদেশস্থ লোক, তোমার আশ্চৰ্য্য কার্য শুনিয়া আমরা তোমার শরণ লক্টতে আসিয়াছি, দূতেরাও ছলনা দ্বারা আপনাদিগের অবস্থা গোপন করিবার নিমিত্ত দূরাগত ব্যক্তিদগের মত মলিন ও জীর্ণবস্ত্র পরিধান করিয়া ও ছাতাপড় খাদ্যদ্রব্য লইয়া যিহোসুয়ের নিকটে গিয়াছিল, এই ছলে ইসুয়েল বণশের অধ্যক্ষগণ প্রবঞ্চিত হইয় তোমাদিগকে কথন নষ্ট করিব না, এইৰূপ প্রতিজ্ঞা পূৰ্ব্বক গিবন দেশীয় লোকদিগের সহিত সন্ধি করিল, এবং যে গিবিয়ন দেশ তাহার দূত বাক্যানুসারে দূরদেশ বোধ করিয়াছিল, পরে সেখানে তিন দিবসের পর তাহার। উত্তীর্ণ হইলে, বোধ করিল যে ইহার প্রতারণা করিয়াছে। ইহাতে ক্রোধপূর্বক তাহাদিগকে নষ্ট করিতে উদ্যত হইল। যিহোশূয় ও অধ্যক্ষগণ তাহাদিগকে নিষেধ করিয়া ৭কবল যাবজ্জীবন দাসত্বে নিযুক্ত করিল। গিবন দেশীয় লোক ইসায়েল ব^শের সহিত মেলন করিয়াছে, তাহ শুনিয়া থিরুসলিম নগরের রাজা ও নিকটবক্তিদেশের আমরাতীয় অধ্যক্ষগণ সৈন্যসামন্ত লইয়। ঐ নগৰু আক্রমণ পূৰ্ব্বক উচ্ছিন্ন করিতে উদ্যত