পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У X o য়েলবণশের লোকদিগকে বিতরণ করিতে লাগিল, পরমেশ্বর যে আশ্চৰ্য্য কাৰ্য্য সিদ্ধ করিবার ভার তাহার হস্তে সমপণ করিয়াছিলেন,সে তাহ সমাধা করিয়া,এবথ বৃদ্ধাবস্থা নিকটবৰ্ত্তিনী জানিয়া ইস্রায়েল লোক সকলকে একত্র করিল, এবং পরমেশ্বর যে অদ্ভূত কৰ্ম্ম তাহাদিগের হিতার্থ করিলেন, তাহ তাহাদিগকে স্মরণ করাইয় দেবদেবীর পূজা দৃঢ় রূপে নিষেধ করিয়া কহিল, আমি বহু বয়স্ক বৃদ্ধ হইলাম, তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের সাক্ষাতে এই সকল জাতিদের বিষয়ে যে ২ কৰ্ম্ম করিয়াছেন, তাহা তোমরা চাঙ্গুষ দেখিয়াছ, তোমাদের প্রভূ পরমেশ্বর আপনি তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিয়াছেন। দেখ যদন অবধি পশ্চিম দিগে মহ। সমুদ্র পর্যন্ত ঘে সমস্ত জাতিদিগকে আমি উচ্ছিন্ন করিলাম, এব^ যে সমস্ত জাতি অবশিষ্ট আছে, তাহাদের দেশকে আমি তোমাদের ব^শানুসারে গুলিবাট দ্বারা বিভাগ করিলাম। এব^ তোমাদের প্রভূ পরমেশ্বর তোমাদের সমুখ হইতে তাহাদিগকে বাহির করিযী তোমাদের দৃষ্টি গোচর হইতে দূর করবেন, এবং তোমরা আপনাদের প্ৰভু পরমেশ্বরের বাক্যানুসারে তাহাদের দেশ অধিকার করিব। অতএব তোমরা মূসার ব্যবস্থাগ্রন্থে লিখিত তাৰ বাক্য পালন করিতে সাহসী হও। তাহার দক্ষিণে কিম্ব বামে ফিরিও না। এবণ এই দেশস্থদের যে অবশিষ্ট জাতি তোমাদের মধ্যে বাস করে। তাহাদের মধ্যে গতায়াত করিও না, ও তাহাদের দেবতাদের নাম লইও না, ও তাহাদের নামে দিব্য করিও না, ও