পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

) ఏ হইল, ইহাতে গিবন দেশীয় লোক উপস্থিত দুৰ্দশ। দেখিয় তাহাদিগের বন্ধু যিহোশূয় নামক ব্যক্তির নিকটে সাহায্য প্রার্থনা করিল, তিনি ইহা শুনিবামাত্র তাহাদিগকে রক্ষার্থে সমুদয় রাত্রি গমন করিয়া পরমেশ্বর প্রসাদে শত্রুদিগকে পরাভব করিলেন। পরে নিকটবৰ্ত্তি সন্ধ্যাকাল উপস্থিত বুঝিয় পর মেশ্বরের উপাসনা পূৰ্ব্বক প্রার্থনা করিয়া সূৰ্য্যকে কহিল, যে পৰ্য্যন্ত ঈশ্বরের মনোনীত লোকের শত্ৰুগণ নষ্ট না হয়, সে পৰ্যন্ত তুমি অস্তগমন করিও না, এবণ তাহার পূর্বে কিম্বা পরে পরমেশ্বর এই রূপ বাক্যেতে দেমন কর্ণ দিলেন, এমৎ আর কোন দিবস ছিল না, কেননা পরমেশ্বর আকাশ হইতে শিলাবৃষ্টি করিয়৷ কৈনানদেশের লোকদিগকে বিনাশ করিলেন । যিহোসূয় পরমেশ্বরের অনুগ্রহে অল্পদিনের মধ্যে ঐ কৈনামদেশের প্রায় তাবৎ অণশ আক্রমণ করিল, ইহাতে তাহার স্বজাতীয় ইব্রিওলোক পরমেশ্বর যে দেশ তাহাদিগকে পূৰ্ব্বে দিতে স্বীকার করিয়াছিলেন, সেই দেশ অধিকার করিতে লাগিল। তদনন্তর এক ত্রিশ জন রাজা ভাহণদের অসীন হইল, এব০ সেই দেশের প্রাচীন নিবাসিগণ দেবদেবীর পূজা করিত, তজ্জন্য পরমেশ্বর তাহদের প্রতি ক্রুদ্ধ হইলে, তাহারা, প্রায়ু সকলে বিনষ্ট হইল, কিন্তু পরমেশ্বরেচ্ছানুসারে তাহদিগের জযিদের শান্তি দিকার নিমিত্ত তাহার মধ্যে কতক নুলিন রক্ষা পাইল । - তদনন্তর যিহে সূয় সেই দেশের সমুদায়াণশ .ইয়া