পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ সেবা করিব। তাহাতে লোকের উত্তর করিল, আমরা যে অন্য দেবগণের সেবার জন্যে পরমেশ্বরকে ত্যাগ । করি এমত না হউক, কেননা যে পরমেশ্বর আমাদিগকে ও আমাদের পিতৃলোকদিগকে মিসরীয় দাসত্ব ভার হইতে আনিলেন, ও আমাদের দৃষ্টি গোচরে মহাচিহ্ন প্রকাশ করিলেন, এব^ আমাদের গন্তব্য সমস্ত পথে ও যে ২ লোকদের মধ্যদিয়। থেলাম, তাহাদের মধ্যে আমাদিগকে রক্ষা করিলেন, তিনি আমাদের প্রভূ পরমেশ্বর। পরমেশ্বর সমস্ত লোকদিগকে অর্থাৎ দেশ নিবাসি ইমোরতীয়দিগকে আমাদের সমুখহইতে দূর করিলেন, অতএব আমরা পরমেশ্বরের সেবা করিব, তিনিই আমাদের প্রভু। তাহাতে ঘাঁহোশুয় লোকদিগকে কহিল, তোমরা পরমেশ্বরের সেবা করিতে পারিব না, কেনন। তিনি ধৰ্ম্মস্বরূপ ঈশ্বর, ও পাপে ক্রোধকারী ঈশ্বর, তিনি তোমাদের পাপ ও আজ্ঞা লঞ্জন ক্ষমা করিবেন না। তোমরা যদি পরমেশ্বরকে ত্যাগ করিয়া অন্য দেবগণের সেবা কর, তবে তিনি ফিরিয়া তোমাদিগকে ক্লেশ দিবেন, ও তোমাদিগকে স°হার করিলেন। পরে লোকেরা যিহোশূয়কে কহিল, ন', স্বামরা পরমেশ্বরের সেবা করিব |" তোমরা পরমেশ্বরের সেবাকরণার্থে তাহণকে মনোনীত করিয়াছ, এই বিষয়ে তোমরা আপনাদের প্রতিকূলে আপনার সাক্ষ হইল, তাহাতে তাহার। কহিল ই আমরা সাক্ষী হইলাম, আপনাদের প্রভু