পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి পরমেশ্বরের সেবা করিব, ও র্তাহার কথা মানিব, তাহাতে যিহোশূয় সে দিবসে লোকদের সহিত নিয়ম স্থির করিয়া ঐ সকল বিবরণ পরমেশ্বরের ব্যবস্থাগ্রন্থে লিথিল। মিহোশূয় এই প্রকারে পরমেশ্বরের ধন্যবাদ করিয়া ও লোকসমূহকে আশীৰ্ব্বাদ করিয়া নিজ বয়সের এক শত দশ বৎসরে প্রাণ ত্যাগ করিল। গ্রীষ্টের জন্মের পূৰ্ব্বে ১৪ ২৬। مسجد ه چه چه عسه দ্বিতীয় । অৎনীয়েল, এহুদ, দেবোরা, এবণ গিদিয়োন ইসায়েল লোকদের বিচার কৰ্ত্তার বিবরণ, এবণ অবৗমেলকের রাজ্যাপহরণ বিষয় । খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ১৪২৬ অবধি ১২০১ পর্যন্ত । যিহোশূয় এবং তৎসম্বকীয় লোক যাহার প্রান্তরে ঈশ্বরের অদ্ভূত কাৰ্য দেখিয়াছিল, তাহাদিগের মৃত্যুর পরে, ইস্রায়েল লোকের মধ্যে অত্যন্ত উপদ্রব উপস্থিত হইয়াছিল। উহাদিগের অনেক বিচারকত্ব থাকাতে, তাহাদিগের প্রত্যেক বণশ আপন ২ মঙ্গল চেষ্ট। . করিতে লাগিল। পরমেশ্বরের আজ্ঞানুসারে কৈনানদেশীয় লোক সকলকে না,তাড়াইয়। বরণ তাহাদিগেৰু সহিত বন্ধুতা ও মেল করিয়া তাহার পরল্পর বিৰাহাদি সমৃদ্ধ করিতে লাগিল, ইহাতে কালক্রমে ঐ লোকদিগের মন্দাচরণ দর্শনে তাহারা তাহাদিগের পশ্চাদামী হইয়। আপনাদিগের পিতৃপিতামহ প্রভূতি м 2