পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* २ १ ইসুয়েল বংশের সাক্ষাতে বশীভূত করিলেন। পরে ৪০ বৎসর পর্য্যন্ত ঐ দেশ নিয়ন্টকে থাকিল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ১২১৬। , * - ইয়ায়েল লোক পরমেশ্বরেচ্ছায় শত্ৰু হস্তহইতে উদ্ধার পাইলেও, তাহাকে তাহারণ পূনৰ্ব্বার ত্যাগ করিল, তাহাতে তিনি মিদিয়নীয় অতি নিষ্ঠুর লোকের হস্তুে তাহাদিগকে সমপর্ণ করিলেন । তাহার। সৈন্যসামন্ত ও উষ্টপ্রভৃতি নানাজাতীয় এত অধিক পশুসঙ্গে লইয়া তাহাদিগকে আক্রমণ করিতে চলিয়াছিল, যে তাহাতে তথাকার তৃণমাত্রও ছিল না। ইহাতে ইস্লায়েল লোক সকল আহারাভাবে অতিশয় ক্লেশ পাইয়। ভয় প্রযুক্ত পলাইয় পৰ্ব্বত গুহাতে লুকাইয়। রহিল। ইসায়েল লোক ক্রমাগত সাতবৎসর পর্যন্ত এই ৰূপ দুৰ্দশা গ্রস্থত। প্রযুক্ত অতিশয় দুঃখী হইয়া তাহারণ আপনাদিগের পাপমোচনার্থে পরমেশ্বরেতে মনঃসংযোগ করিল। ইতোমধ্যে ঘোয়ণশের পুত্ৰ গিদিয়োন মিদিয়োনীয়দের ভয়ে নিজনে যখন গম মদন করিতেছিল, তখন পরমেশ্বরের দূত তাহাকে দর্শন দিয়া কহিলেন, পরমেশ্বর তোমার সহায় আছেন। তাহাতে গিদিয়োন উত্তর করিল, হায় ২ আমার প্রভু পরমেশ্বর যদি আমাদিগের সহায় আছেন, তবে সুমাদিগের প্রতি এ সমস্ত দুর্ঘটনা কেন ঘটিল ? এব7 পূৰ্ব্বপুরুষের র্তাহার যে সকল আশ্চৰ্য্য ক্রিয়ার কথা আমাদিগকে কহিয়াছিল, তাহ কোথায়? এক্ষণে অামাদিগকে পরিত্যাগ করিয়া পরমেশ্বর মিদিয়োনীয়দের