পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}షి శిలి A. স্ত্রী ঈশ্বরের ইচ্ছানুসারে বারক নামক এক ব্যক্তিকে ডাকিয় কহিল, সাষিরার সঙ্গে যুদ্ধার্থে এক লক্ষ সৈন্য একত্র করিয়া গমন কর, কিন্তু বারক দেৰোরাকে কহিল, আপনি আমার সঙ্গে না গেলে, এই কঠিন কৰ্ম্ম করিতে পারি না, পরে সেই স্ত্রী তাহার সঙ্গে যাইতে স্বীকার করিয়া বারককে কহিল, পরমেশ্বর সীষিরাকে এক স্ত্রী লোকের হস্তদ্বারা নষ্ট করিবেন, একারণ এ জয়ের মর্যাদা তুমি পাইৰ না, বারক তাবর পর্বতে সৈন্য সমূহ একত্র করিতেছে, এই সংবাদ সীমির পাটবামাত্রে, লৌহময় রথ ও সৈন্যসামন্ত লইয়া তাহার সহিত রণভূমিতে যুদ্ধ করিতে যাত্রা করিল, দেবোর বারককে কহিল উঠ, পরমেশ্বর অদ্যই তোমার হস্তুে সীঘিরাকে সমপণ করিলেন, তখন বারক ও তৎসৈন্য সমূহ পরমেশ্বরের উৎসাহ পাইয়া পৰ্ব্বতহইতে নীচে আসিয়া কৈনান দেশের রথীন্ধঢ় সোদ্ধাগণের বিপক্ষে আগমন করিল। পরমেশ্বর বারকের সমুথে সীমিরাকে ও তাহার সৈন্যগণকে উচ্ছিন্ন করিলেন, তাহাতে সীমির রথ হইতে অবরোহণ করিয়া পাদবিহারে পলায়ন করত হেবর নামক কিনিতীয়ের সিবিরে উক্তরিল, এবণ ব্যাকুল ১ও পথশ্রান্ত হইয় বিশ্রাম করণার্থে ভূমিতে শয়ন করিল। তাহাতে হেবরের ভাৰ্য্যা যায়েল তাম্বুর এক প্রেক এবs এক মুন্নর হস্তে লইয়া তাহার কর্ণমূলে বিদ্ধ করিয়া মৃত্তিক মধ্যে প্রবিষ্ট করাইল, এই রূপে সে মরিল। এই ৰূপে পরমেশ্বর কৈনানের যাবিন নামক রাজাকে