পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

షి షె দগ্ধ করিল। পরে সেই রাত্রিতে পরমেশ্বর তাহাকে . কহিলেন, বালদেবের যে বেদি আছে তাহ ভগ্ন কর, ও তাহার নিকটস্থ চৈতাবৃক্ষচ্ছেদন কর, এবণ এই . পৰ্ব্বতের নিন্ধপিত স্থানে আপন প্ৰভু পরমেশ্বরের উদ্দেশে এক, যজ্ঞবেদি নিৰ্ম্মাণ করিয়া ঐ ছিন্ন চৈত্যবৃক্ষের কাষ্ঠদার হোম কর। তাহাতে গিদিয়োন অাপনার দশজন ভৃত্যকে সঙ্গে লইয়। গোপনে পরমেশ্বরের আজ্ঞানুসারে তদ্রুপ করিল। অপর নগরস্থ লোক সকল প্রত্যুষে উঠিয়া দেখিল, যে বালদেবের বেদি ভগ্ন হইয়াছে ও অন্য এক নুতন বেদিতে হোম বলি প্রদানাদি হইয়াছে, ইহাতে পরল্পর কহিতে লাগিল, এমত কৰ্ম্ম-কে করিল ? ক্ষণকাল বিলম্বে তাহার। জানিতে পারিল, যে সোয়া" শের পুত্ৰ গিদিয়োন এই কৰ্ম্ম করিয়াছে। তাহাতে তাহারা তাহার পিতা যোয়াশের নিকটে গিয়া কহিল, তোমার পুত্র আমাদিগের দেবতা নিন্দ করিতেছে, ইহাতেই আমাদিগের দ্বারা তাহার প্রাণনাশ হইবে । তখন ঘোয়াশ উত্তর করিল, তোমরা কি বালদেবের নিমিত্তে বাগযুদ্ধ করণে ও তাহার রক্ষাহেতু প্রবৃত্ত হইতেছ? সে যদি যথার্থ দেবতা হয়, তবে যে লোক তাহার বেদি ভগ্ন করিয়াছে, তাহার সহিত সে আসিয়া যুদ্ধ করুক। তৎপরে .দেবপুজকের এ কথা সত্য বোধু করিয়া ক্ষান্ত হইল, এই কথা দ্বারা গিদিয়োনের নাম ষিরুব্বাল (অর্থাৎ বাল যুদ্ধ করুক) রাথিল, তাহাতে গিদিয়োন পরমেশ্বরের আজ্ঞাতে তুরী বাজাইয়া স্বদেশীয় ও নিকটৱৰ্ত্তি লোকদিগকে যুদ্ধার্থে আহ্বান করিল।