পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* No e ৩২০০০ জন অকস্মাৎ তাহার নিকটে আসিয়া একত্র হইল, কিন্তু যদ্যপি ইহার পূৰ্ব্বে পরমেশ্বর অনুগ্রহ করিয়া তাহাকে আশ্চর্ম্য ক্রিয়া দেখাইয়াছিলেন, এব^ তাহার নিকটে এত সৈন্যসামন্তের সৎসর্গ ছিল, তথাপি গিদিয়োন ভয়ে আপনার বলে সাহস করুিল না, এব^ নমুভাবে এ, বিষয় পরমেশ্বরেতে নির্ভর করিয়া সে বিনয় পূৰ্ব্বক এই প্রার্থনা করিল; হে পরমেশ্বর যদি আপনি আপনকার বাক্যানুসারে ইসায়েল বণশকে আমার হস্ত দিয়া বিপদহইতে উদ্ধার করেন, তবে তাহার প্রমাণের চিহ্ন দেখাউন । পরে গিদিয়োনের প্রার্থনী গ্রাহ্য হইল, কেননা তাহার প্রার্থনানুসারে যে কতক গুলিন ছিন্নমেন্সলোম সে উঠানে রাখিল, তাহ সমুদয় সিসিরে ভিজা গেল, এবণ তাহার চতুদিকের ভূমি সকল শুষ্ক থাকিল, এবং পর রাত্রিতে এই আশ্চৰ্য্য ক্রিয়ার বিপরীত ঘটনা হইল, অর্থাৎ ঐ সকল লোম শুষ্ক রহিল, এবং ঐ সকল ভূমিতে সিলির পড়িল। এই সকল অদ্ভূত কাৰ্য্য দর্শনে গিদিয়োন সাহস পূৰ্ব্বক প্রত্যুষে উঠিয়া মিদিয়োনীয়দের সহিত যুদ্ধ করিতে প্রস্থান করিল, কিন্তু এই বহুসৈন্য দ্বারা শতুদিগের পরাজয় হইলে, ইস্লায়েল লোক এমৎ কৃতঘু ও অহঙ্কারী যে তাহারা অবশ্যই বলিবে আমরা নিজ পরাক্রমে জয়ী হইলাম, ইহা পরমেশ্বর অগ্ৰে নিশ্চয় বুঝিয়া যাঁহাতে তাহারা জ্ঞান পূৰ্ব্বক স্বীকার করে যে পরমেশ্বরের অনুগ্ৰহেতে এই জয় হইল, এমৎ-উপায় পরমেশ্বর গিদিয়োনকে কহিলেন, তুমি শীঘু