পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} రి} শিবির মধ্যে যাও এব^ যদি কেহ সেখানে রণকাতর ও ভৗত থাকে, তবে তাহাদিগকে গৃহে ফিরিয়া যাইতে আজ্ঞা কর, এই কথানুসারে ২২০০০ লোক ফিরিয়া গেলে, অবশিষ্টের দশ হাজার স^থাতেও প্রয়োজনের অধিক ছিল । * তদনন্তর জলপানার্থে সৈন্যসমূহ সোতোজলের নিকটে আইলে, তাহাদিগের মধ্যে কতক গুলিন লোক জিহ্বা দ্বারা জল চাটিয়া থাইতে লাগিল, অপর কতক গুলিন জলপান করিতে হাটু পাতিল, ইহার মধ্যে যাহারণ জল চাটিয়া থাইল, তাহারণ তিন শত জন মাত্র, তাহাতে পরমেশ্বর আজ্ঞা করিলেন, অন্য সকল লোককে বিদায় করিয়া এই তিন শত লোক দ্বারা আমি মিদিয়োনদিগকে পরাস্ত করিব। গিদিয়োন আপন সৈন্য মিদিয়োনীয়দের বহু সৈন্যের নিকটে আইলে; পরমেশ্বর সাহস দিবার জন্যে তাহাকে আজ্ঞা করিলেন, এক জন দাসমাত্র সঙ্গে করিয়া মিদিয়োনীয়দের শিবির মধ্যে পুলেশ কর। পরে ঈশ্বরের আজ্ঞানুসারে গিদিয়োন শিবিরে প্রবেশ করিলে, তাহাদিগের মধ্যে এক জন আপন বন্ধুর নিকটে এই স্বপ্নকথা কহিতেছিল, দেখাঁ আমি এক স্বপ্ন দেখিলাম, যেন যবের ময়দাতে নিৰ্ম্মিত এক পিষ্টক মিদিয়োনীয়দের শিবির মধ্যদিয়া গড়িয়া গেল, এবণ তাহ তায়ূর নিকটে আসিয়া তাহাকে অঁাঘাত করিলে, ঐ তাম্বু দীর্ঘ হইয় পড়িল। তাহাতে তাহার বন্ধু উত্তর করিল, ইহ গিদিয়োনের খড়ব্যতীত আর কিছু নহে, পরমেশ্বর