পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"రిvరి কহিল, তুমি যুদ্ধ করিবার যাত্রাকালে কেন আমাদিগকে আহ্বান করিলা না? তিনি নিজজয়ের গৰ্ব্বনা করিয়া সরল ও নমুভাবে স্মরণ করিল, যে “শীলতার সহিত • উত্তর করিলে রাগ নষ্ট হয়" ইহাতে পরমেশ্বরকে ধন্যবাদ করিয়া শিষ্টত পূৰ্ব্বক কহিল, তোমাদের কৰ্ম্মের ন্যায় এমৎ আমি কি কৰ্ম্ম করিলাম, অৰীয়ষরের . তাবৎ দ্রাক্ষাফলের চয়নাপেক্ষা, ইফুয়িমের অবশিষ্ট দুাক্ষফল চয়ন কি অধিক ভাল নহে? ঈশ্বর মিদিয়োনীয় রাজগণকে তোমাদেরই হস্তগত করিলেন, আমি তোমাদের ন্যায় কি কৰ্ম্ম সিদ্ধ করিলাম? ইফুয়িম লোক এই মিষ্ট বাক্যেতে নিবৃত্ত হইল, এবণ তাহারা অন্যান্য ইসায়েল বণশের সহিত মেলন করিয়া গিদিয়োনকে এই বিনতি করিল, যে দেশ আপনকার বলদ্বারা রক্ষা পাইল, সেই দেশের শাসনকৰ্ত্তা'আপনিx হউন। কিন্তু লোভের অভাব প্রযুক্ত তিনি এমৎ কৰ্ম্মের ভার লইতে ইচ্ছ না করিয়া স্বগৃহে গমন পূৰ্ব্বক নিজ পরিজন লইয়। কালযাপন করিতে লাগিল। পরে গিদিয়োনের মৃত্যুকাল পর্যন্ত ক্রমাগত ৪০ বৎসর ' ঐ দেশ নিস্কটকে রহিল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ১২০৯ বৎসর।) . তাহার মৃত্যুর পরে তাহার পুত্র অবিমেলক এক হন ব্যতিরেকে সকল ভুত্বগণকে বিনষ্ট করিয়া ঐ দেশ শাসন করিতে লাগিল, সে সময়ে তাহার জীবভূত যোথম মনে করিল, আমার পিতা গিদিয়োন হসুয়েল বণশকে বিপদহইতে উদ্ধার করিয়ছিলs.