পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X & 8 তথাপি তাহার বণশের প্রতি তাহার কৃতজ্ঞত। স্বীকার করে নাই, একারণ সে তাহাদিগকে অনুযোগ করিয়া তাহাদের প্রতিকূলে সকল হইতে পুরাতন দৃষ্টান্ত কথা কহিল, যথা” বন বৃক্ষ সকল এক সময়ে আপনাদিগের মধ্যে কাহাকে রাজ্যাভিষিক্ত করণার্থে গমন করিয়া একাদিক্ৰমে জিতবৃক্ষ, তৎপরে ডুয়ূরবৃক্ষ, পশ্চাৎ দ্রাক্ষালতাকে কহিল, তুমি আসিয়া আমাদিগের রাজা হও, কিন্তু ইহাতে প্রত্যেক বৃক্ষ অস্বীকার করাতে, বৃক্ষগণ অবশেষে কণ্টকবৃক্ষকে আপনাদিগের রাজত্বে অভিষিক্ত করিল, তাহাতে সে কণ্টক বৃক্ষ প্রতিজ্ঞ করিয়া কহিল আমি তোমাদিগকে রক্ষা করিব | তাহাতে যোথম পরমেশ্বরের নিকটে প্রার্থনা করিয়া কহিল, আমার পিতৃৰণশের প্রতি যে লোক অন্যায় ও নিষ্ঠুর ব্যবহার করিল, তাহার দণ্ড ভোগ করিবার জন্যে তাহাদিগকে ও তাহাদের রাজাকে শান্তি প্রদান করুন । ইহাতে তাহার প্রার্থন গ্রাহ্য হইল, পরে অবিমেলক ও তাহার সঙ্গিগণের মধ্যে অতিশয় বিবাদ উপস্থিত হইল, ইহাতে তাহার সঙ্গিগণ আপনাদের রক্ষার্থে এক দুর্গ মধ্যে প্রবিষ্ট হইয়া,য়েই দুর্গ অগ্নিতে দগ্ধ হইলে পরে, তাহারা সকলে বিনষ্ট হইল, এবণ তাহাদের নিষ্ঠুর রাজা অবিমেলক কিছু কাল বিলম্বে তদ্রুপ দুৰ্দ্দশাতে পতিত হইল, অবিমেলক পূৰ্ব্বজয়ে অহঙ্কারী হষ্টয়া অন্য এক নগর দগ্ধ করিবার নিমিত্তে অতিশয়s ন্যস্ত হইল, এবণ তাহার প্রাচীরের নিকটে ষাইবামাত্রে এক স্ত্রীলোক তাহার মস্তকে এক ইষ্টক ফেলিলে,