পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ৩৩ হইতে তোমাদিগকে মুক্ত করিলাম, তথাপি তোমরা পুনৰ্ব্বার আমাকে ত্যাগ করিয়া অন্যান্য দেবগণের পূজাতে রত হইল, অতএব তোমরা যাইয় তোমাদের মনোনীত দেবগণের নিকট প্রার্থনা কর । তাহারণ তোমাদিগকে দুঃসময়হইতে উদ্ধার করুক। তাহাতে ইসুয়েল বণশ পরমেশ্বরকে কহিল, আমরা পাপ করিলাম, এখন তোমার কৃপাদৃষ্টিতে যাহা বিহিত হয় তাহাই আমাদের প্রতি করুন, অদ্যমাত্র আমাদিগকে উদ্ধার করুন, আমরা এই প্রার্থনা করি। এব°N তাহারা আপনাদের মধ্যহইতে বিদেশীয়ের মানিত দেবগণকে দূর করিয়া পরমেশ্বরের সেবা করিল। তাহাতে পরমেশ্বর তাহাদের প্রতি দয়া করিয়া তাহাদিগকে দুদশাহইতে উদ্ধার করিতে ফিপ্তহ নামক এক জন শাসনকৰ্ত্তাকে নিযুক্ত করিলেন। খ্ৰীষ্টজন্মের পূৰ্ব্বে ১১৪৩ বৎসর । , - পরে সেই নূতন শাসনকৰ্ত্ত প্রথমে ইমোরীয়লোকের অনুচিত দৌরাত্ম্য ত্যাগ করিতে পরামর্শ দিলে, তাহারা সম্মত না হইয়া বরণ ফিপ্তহের কথা না শুনিয়া যুদ্ধার্থে সৈন্যসামন্ত সমগ্রহ করিতে লাগিল। সেই সময়ে তিনি অবিচার পূর্বক পরমেশ্বরের উদ্দেশে মানত করিয়া কহিল, তুমি যদি শতুগণকে আমার হন্তে সমপর্ণ কর, তবে কুশলে প্রত্যাগমন সময়ে আমার সহিত সাক্ষাৎ করণার্থে যে কোন প্রাণী আমার বাটীদ্বারহইতে নির্গত হইবেক, সে নিশ্চয় পরমেশ্বরের উদেশেই হইবেক, আমি তাহ পরমে