পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

) か? শ্বরের উদেশে উৎসর্গ করিব। পরমেশ্বর শতুগণকে ষিপ্তহের হস্তে সমপর্ণ করিলে, সে জয়ী হইয়া স্বগৃহে প্রত্যাগমন করিল, তৎকালে তাহার কেবল এক মাত্র কন্য। আহলাদে গান ও নৃত্য করত আসিয়া তাহার সহিত সাক্ষাৎ করিল। তাহাতে সে পরম দুঃখে দুঃখী হইয়। পূৰ্ব্বে পরমেশ্বরের নিকটে যে মানত করিয়াছিল, তাহ সেই কন্যাকে জ্ঞাত করাইল । সে ধৰ্ম্মশীল ও পিতার আজ্ঞানুবৰ্ত্তিনী কন্য। পিতৃবাক্য শ্রবণ করিয়া তাহার অভিমতানুসারে কহিল, পরমেশ্বরের অনুগ্ৰহেতে আপনি শতুদিগের হস্তহইতে স্বদেশকে উদ্ধার করিতে ক্ষমতা পাইলা, তাহার উদেশে যাহা মানত করিয়াছ, তাহ সিদ্ধ করা অবশ্যই কৰ্ত্তব্য। দুই মাসের পরে যিগুহ আপন মানত জুনুসারে কাৰ্য্য করিল, এবং পশ্চাৎ ইসায়েল ব^শের উপরে ৬ বৎসর পর্য্যন্ত কর্তৃত্ব করিয়া মরিল। তৎপরে অতিশয় যুদ্ধবীর শিমশোন নামক এক ব্যক্তি যিহদাবণশকে পিলেষ্টীয়দের হস্তুহইতে মুক্ত করিবার জন্যে উৎপন্ন হইল, সে জন্মাবধি নাজিরিতীয় মতানুসারে পরমেশ্বরের সেবাবিষয়ে নিযুক্ত ছিল। ঐ ব্যক্তির নান প্রকার অদ্ভূত কৰ্ম্ম সৰ্ব্বলোকে জানে, সে বীরত্ব প্রযুক্ত একটা সিংহকে ছিড়িয়া' ফেলিল, এবং এক সহসু পিলেষ্টীয় লোকদিগকে গদ্ধভের হনুদ্বারা নষ্ট করিল, ও অস। . নামক পুরের সমুখ দ্বার স্কন্ধ বহনে লইয় গেল। তৎপরে দিলীল নাম্নী চতুর স্ত্রীর মিষ্ট বাক্যের কৌশলে প্রতারিত হইয়। জিজ্ঞাস) মতে, সে তাহন্তে N 3