পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X8 o মনুষ্য উভয়ের নিকটে অনুগ্রহ প্রাপ্ত হইতে লাগিল। তৎপরে এক রাত্রিতে সে বালক নিদ্রিত হইলে, পরমেশ্বর তাহার নাম ধরিয়া ডাকিলেন, ইহাতে তাহার নিদ্র। ভঙ্গ হইলে, এলি আমাকে ডাকিতেছে এই বোধ করিয়া সে অতি দ্রুতরূপে তাহার নিকটে উপস্থিত হইয়া কহিল, কি আজ্ঞা হয় মহাশয় ? ইহাতে এলি কহিল হে আমার বৎস আমি তোমাকে ডাকি নাই তুমি শয়ন কর। এই ৰূপ তিনবার ঘটিলে পর, পরমেশ্বর বালককে ডাকিতেছেন ইহা এলি জ্ঞাত হইয়া কহিল, তুমি যাইয় পুনৰ্ব্বার শয়ন কর, এবণ যে কথা পরমেশ্বর তোমাকে কহিবেন, তাহ তুমি শ্রবণ কর। তখন যে দুৰ্দশ এলির দুষ্ট পরিবারের উপরে ঘটবে, তদ্বিষয়ে শিমুয়েলকে পরমেশ্বর অগ্রে জানাইলেন। এলি প্রত্যুষে উঠিয়া শিমুয়েলকে বলিল পরমেশ্বর তোমাকে কি বলিলেন, পরে সকল বৃত্তান্ত শুনিয়া সেই বৃদ্ধ যাজক নমুভাবে কহিল, ইনি পরমেশ্বর আপন দৃষ্টিতে যাহা ভাল হয় তাহাই করুন, পরে কিছু দিন বিলম্বেই এই দুৰ্দ্দশা উপস্থিত হইল। ইস্লায়েল বণশ পিলেষ্টীয়দের দ্বারা পরাজিত হইয়। মনে , করিল, আমাদিগের মধ্যে ঈশ্বরের অবস্থিতি বোধক চিহ্নস্বৰূপ নিয়ম সিন্দুক সৈন্যগণের মধ্যে আনিলে, তিনি অবশ্যই আমাদিগের সহায় হইবেন, এই বিবেচনায় ঈশ্বরের নিয়ম সিন্দুক শিবির মধ্যে আনিতে মনস্থ করিল, কিন্তু ইহা তাহাদের ভুান্তিমূলক, কেননা পাপ বিষয়ে খেদ পূৰ্ব্বক তাহ ত্যাগ না করিলে,