পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

) శ్రీఫె প্রধান যাজক, সে ব্যক্তি বিশিষ্ট ছিল বটে, কিন্তু তাহার পুত্রের নিষ্ঠুর ব্যবহার ও দুরাচার করিলে, তিনি তাহাদিগকে দৃঢ় শাসন না করিয়া কেবল মিষ্ট বাক্যে । নিবারণ করিত। তাহাতে তাহার পিতৃবাক্য তুচ্ছ করিয়া আরো দুষ্টতা করিতে লাগিল। সে এইরূপে পরমেশ্বরের মহিমা ও সত্য ধৰ্ম্মহইতে আপনার পরিবারকে অধিক ভাল বাসিলে, পরমেশ্বর তাহাকে এক জন, ভবিষ্যদ্বক্ত প্রমুথাৎ কহিলেন, তোমার দুই জন পুত্র এক দিনে নষ্ট হইলে, তোমার ব^শের সকলেই অকাল মৃত্যু পাইবে ; এব^ যে ব্যক্তি পরমেশ্বরের মতানুসারে কৰ্ম্ম করিবেক, এমৎ বিশ্বস্তু ব্যক্তিকে পরমেশ্বর উৎপন্ন করিবেন। - ইলকানা ও তাহার ভাৰ্য্যা হন। যাহাদের বহুকালাবধি কোন সন্তানসন্ততি ছিল না, পরমেশ্বরের উদ্দেশে প্রার্থনা করিলে, তাহার প্রসাদে তাহাদের এক পুত্র জন্মিল। সেই পুত্রের নাম শিমূয়েল (অর্থাৎ ঈশ্বর যাচিত ) ছিল। পরে তাহার স্তন্যপান নিবৃত্ত হইলে, তাহার ধৰ্ম্মশীলা জননী তাহাকে পরমেশ্বরের আবাসে আনিয়া ঈশ্বরের পরিচর্য্যার্থে যাবজ্জীবনের নিমিত্ত্বে এলি নামক যাজকের নিকটে সমপণ করিল। . হন। এই প্রকারে কৃতজ্ঞতা প্রকাশার্থে পরমেশ্বরের নিকটে আপনার সন্তানকে সমপর্ণ করিলে, পরমেশ্বর তাহাকে অনেক আশীৰ্ব্বাদ করিলেন, ইহাতে তাহার অনেক সন্তান হইয়া রহিল, এব^ তাহার পুত্র শিমুয়েল আপন বয়সের বৃদ্ধি অনুসারে ঈশ্বর গু