পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 8२. না যায়, তবে আমাদিগকে যে হস্ত আঘাত করিল সে তাহার নয়, কিন্তু আমাদের প্রতি দৈবঘটন হইল, ইহা জ্ঞাত হয় । পরে সেই দুই গাভী আশ্চর্য্যরূপে ও নিজ স্বভাব বিরুদ্ধে বৈৎশেমসের সরল পথ দিয়া গমন করিল, এব^ পিলেষ্টীয়ের ঐ গাভীর বৎস গৃহে বান্ধিয় রাথিলেও, তাহার হস্থারবে বামে কিম্বা দক্ষিণে না ফিরিয়া ইসুয়েল দেশে পরমেশ্বরের সিন্দুক আনিয়া উত্তরিল। তদনন্তর শিমুয়েল ইসুয়েলের তাবৎ বণশকে কহিল, তোমরা যদি অন্তঃকরণ সহিত পরমেশ্বরের প্রতি মন ফিরাইতে উদ্যত হও, স্তবে আপনাদের নিকটহইতে অন্য দেবগণকে দূর কর, ও পরমেশ্বরের উদেশে আপন ২ অন্তঃকরণ নিযুক্ত করিয়া কেবল তাহার সেবা কর, তাহাতে তিনি পিলেষ্টীয়দের হস্তুহইতে তোমাদিগকে উদ্ধার করবেন। তাহাতে সমুদয় ইসুয়েল ব^শ দেব দেবীগণকে দূর করিয়া কেবল পরমেশ্বরের সেবা করিতে লাগিল। তখন শিমুয়েল কহিল মিল্পীতে সকল ইয়ায়েল বণশকে একত্র করিলে, আমি তোমাদের জন্যে পরমেশ্বরের কাছে প্রার্থনা করিব । তাহাতে তাহারণ সকলে মিল্পীতে একত্র হইয়া ও উপবাস করিযা কহিল, আমরা পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করিলাম। অপর পিলেষ্টীয়ের এই বিষয়ে স^বাদ পাইয়া ইaায়েল ব^শের সহিত যুদ্ধ করিতে গেল। যে শতু, দের নিকটে ইয়ায়েল বণশ অতিশয় ক্লেশ পাইল, তাহাদের আগমনে অতিশয় ভীত হইয়। শিমূয়েলকে