পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪১৩ বিনতি করিয়া কহিল। আমাদের প্রভু পরমেশ্বর পিলেষ্টীয়দের হস্তুহইতে আমাদিগকে উদ্ধার করণের জন্যে র্তাহার কাছে তুমি প্রার্থনা করিতে বিরত হইও ন। তখন শিমূয়েল দুগ্ধপোষ্য এক মেষবৎস লইয়। পরমেশ্বরের উদ্দেশে সৰ্ব্বশুদ্ধ হোমবলি উৎসর্গ করিল, এব^ ইসুয়েল বলশের জন্যে পরমেশ্বরের নিকটে প্রার্থনা করিলে, তাহাতে পরমেশ্বর তাহার প্রার্থনা গ্রাহ্য করিলেন। যে সময়ে শিমুয়েল হোমবলি উৎসর্গ করিতেছিল, তৎকালে পিলেষ্টীয়ের ইস্রায়েল বলশের সহিত যুদ্ধ করিতে নিকটবৰ্ত্তী হইল। কিন্তু পরমেশ্বর পিলেষ্টীয়দের প্রতি ভীম নাদে গৰ্জ্জন করিয়া তাহাদিগকে, ব্যাকুল করিলেন, তাহাতে তাহার। ইস্রায়েল বংশের সমুথে পরাস্ত হইল। তাহাতে শিমুয়েল এক প্রস্তুর লইয়। সেই স্থানে স্থাপন করিয়া, এই পৰ্য্যন্ত পরমেশ্বর আমাদের উপকার করিলেন এই কথা কহিয়া সেই স্থানের এবন-এষর অর্থাৎ উপকার স্মরণার্থ প্রস্তুর রাখিল I, এই প্রকারে পিলেষ্টীয়ের পরাস্ত হইয়। ইস্রায়েল বলশের অধিকারে আর আইল না, এবং পরমেশ্বর শিমুয়েলের যাবজ্জীবন পিলেষ্টীয়দের বিরুদ্ধাচারী হইলেন। শিমূয়েল বৃদ্ধ হইলে, ইস্রায়েল ব"শের প্রাচীনগণ তাহার. নিকটে আসিয়া কহিলদেখ তুমি বৃদ্ধ হইয়াছ, এব^ তোমার পুত্ৰগণ তোমার পথে চলে না, অতএব তুমি অন্যদেশীয়দের ন্যায় আমাদের বিচার করিতে এক রাজা নিযুক্ত কর । এই কথাতে শিমূয়েল অম্বুন্তুষ্ট হইলে, পরমেশ্বর তাহাকে .