পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X 8.8 宰 কহিলেন, এই লোকের তোমার কাছে যে সমস্ত কথা কহিতেছে, তাহাদের সেই কথাতে, মনোযোগ কর, কেনন। তাহারা তোমাকে ত্যাগ করিল না, কিন্তু আমি যেন তাহাদের উপর কর্তৃত্ব না করি, এই অভিপ্রায়ে তাহার। আমাকে ত্যাগ করিল। কিন্তু তাহদের নিকটে অতিদৃঢ়ৰূপে আপন অসম্মতি জানাইয় তাহাদের কুব্যবহার প্রকাশ কর। পরে শিমুয়েল লোকসমূহকে একত্র ডাকিয়া কহিল,ইসুয়েলের প্রভূ পরমেশ্বর কহেন,আমি ইয়ায়েল বণশকে মিসর দেশহইতে বাহির করিয়া আনিয়াছি, এব৯ মিস্ট্রীয়দের ও অন্যান্য রাজাদের উপদ্রবকারিদের হস্তহইতে তোমাদিগকে উদ্ধার করিয়াছি। কিন্তু তোমাদের সমস্ত দুৰ্দ্দশা হইতে উদ্ধারকারী যে তোমাদের ঈশ্বর তোমরা তাহাকে অদ্য ত্যাগ করিলা, এব^ তাহাকে কহিল আমাদের উপরে এক রাজা নিযুক্ত কর, অতএব তোমরা সকলে পরমেশ্বরের নিকটে উপস্থিত হইলে, তিনি তোমাদের উপরে কর্তৃত্ব করিতে এক জন রাজাকে মনোনীত করিবেন। তাহাতে বিনয়ামীন বণশের কীশের পুত্ৰ শৌল নামক এক ব্যক্তি রাজপদে নিযুক্ত হইল। সে লোকদের মধ্যে দাড়াইলে, অন্য লোক অপেক্ষ এক মস্তুক দীর্ঘ ছিল । প্ররে শিমূয়েল লোকদিগকে কহিল, পরমেশ্বরের এই মনোনীত ব্যক্তিকে দে, লোকদের মধ্যে ইহার তুল্য কেহ নাই, তাহাতে লোকেরণ উচ্চৈঃস্বরে কহিল, রাজা চিরজীবী হউন । so পরে সিমুয়েল ইসায়েলের ভাবৎ বণশকে কহিল,