পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y 8 Se পুরুষদিগকে বাহির করিয়া আনিল, ও এই স্থানে তাহাদিগকে বাস করাইল, পরমেশ্বর তাহাদিগকে প্রেরণ করিলেন। পরে লোকের। আপনাদের প্রভু পরমেশ্বরকে বিস্মৃত হইলে, তিনি হৎসোরের সেনাপতি সীষিরার ও পিলেষ্টীয়দেৱ ও মোয়াবীয় রাজার হস্তুে তাহাদিগুকে বিক্রয় করিলেন, তাহাতে তাহারা তাহা দের সহিত যুদ্ধ করিল। পরে তাঁহার পরমেশ্বরের উদেশে প্রার্থনা করিয়া কহিল, আমরা পাপ করিলাম, আমরা পরমেশ্বরকে ত্যাগ করিয়া বাল দেবের ও অম্ভারে দেবীর সেবা করিলাম, কিন্তু এখন তুমি শতু হস্তহইতে আমাদিগকে উদ্ধার কর, তাহাতে আমরা তোমার সেবা করিব | পরমেশ্বর ফিরুম্বালকে ও বারককে ও বিপ্তহকে ও শিমশোনকে প্রেরণ করিয়া তোমাদের চর্বদিগস্থ শত্ৰু হস্তহক্টতে তোমাদিগকে উদ্ধার করিলেন, তাহাতে তোমরা নিরাপদে বাস করিলা, তোমাদের প্রন্থ পরমেশ্বর রাজা হইলেও, আমাদের উপরে কর্তৃত্ব করিতে এক রাজা দেও, এই কথা তোমরা আমাকে কহিল। অতএব তোমরা বাঞ্ছা করিয়া যে রাজাকে মনোনীত কুরিলা, তাহাকে দেথ। দেথ পরমেশ্বর তোমাদের উপরে রাজ নিযুক্ত করিলেন। আর ৭তামরা যদি পরমেশ্বরকে ভয় করিয়া তাহার সেবা কর, ও তাহার কথা মান, ও পরমেশ্বরের আজ্ঞা লঙ্গন ন কর, তবে তোমরা আপনাদের উপরে কর্তৃত্বকারী রায় প্ৰভু পরমেশ্বরের অনুবন্ত হও। কিন্তু দি পর • মেশ্বরের কথা না মান, ও পরমেশ্বরের আজ্ঞা লঙুন