পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》 8월 কর, তবে পরমেশ্বর যেমন তোমাদের পূৰ্ব্বপুরুষদের প্রতিকুল ছিলেন, তদ্রুপ তোমাদেরও প্রতিকূল হইবেন। অদ্য কি গোধূমশর্স্য ছেদনের সময় নয়? আমি পরমেশ্বরের উদেশে প্রার্থনা করিব, তাহাতে তিনি মেঘ গৰ্জ্জন ও বৃষ্টি প্রেরণ করিলে, তোমরা রাজ। প্রার্থনা করিয়া পরমেশ্বরের সাক্ষাতে কেমন দুষ্টত করিয়াছ, তাহা দেখিয়া বুঝিবা, পূরে পরমেশ্বর ঐ দিবসে মেঘ গৰ্জ্জন ও বৃষ্টি প্রেরণ করিলেন। এবণ সমস্ত লোক শিমূয়েলকে কহিল, আমরা যেন না মরি, এই জনে, তুমি আপন দাসদের নিমিত্তে আপন প্রভূ পরমেশ্বরের কাছে প্রর্থনা কর, কেনন। আমরা রাজ প্রার্থনা করাতে পাপের উপরে পাপ বৃদ্ধি করিলাম। পরে শিমুয়েল লোকদিগকে কহিল, তোমরা ভয় করিও না, যদ্যপি তোমরা এই সমস্ত দুষ্টতা করিয়াছ, তথাপি পরমেশ্বরের পশ্চাৎ গমনে নিবৃত্ত না হইয় আপনাদের সমস্ত অন্তঃকরণের সহিত পরমেশ্বরের সেবা কর। কিন্তু বিপথগামী হইও না, আর আসার এবং উপকারে ও পরিত্রাণে অক্ষম দেবগণের পশ্চাদগমন করিও না, কেননা তাহার অসার; কিন্তু পরমেশ্বর আপন মহানামের গুণে আপন লোকদিগকে ত্যাগ করিবেন না, পরমেশ্বর তোমাদিগকে আপনলোক করিতে সন্তুষ্ট.আছেন। আমি তোমাদূের জন্যে প্রার্থনা করণহইতে নিবৃত্ত হইয়া পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করি এম২ না ইউক, আমি তোমাদিগকে উত্তম ও সরল পথ শিক্ষা করাইব । তোমরা কেবল পরমেশ্বরকে ভয় কর, ও আপনাদের সমস্ত অন্তকরণেরু О 2