পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X ( নামাবলম্বন করত অভিশাপ দিয়া কহিল, আমার কাছে, তুই আয়, আমি তোর, মানস লইয়া শূন্যের পক্ষী ও প্রান্তরের পশুদিগকে বিতরণ করি। তাহাতে দায়ুদ, কহিল, তুমি খড়গ ও বড়শা ও শল্য লইয়া আমার কাছে আসিতেছ, কিন্তু তুমি যাহাকে তুচ্ছ কর সেই সৈন্যাধ্যক্ষ প্রভূ পরমেশ্বরের অর্থাৎ ইসায়েলের সৈন্য শ্রেণির ঈশ্বরের নামে আমি তোমার নিকটে আসিতেছি, অদ্য পরমেশ্বর তোমাকে আমার হস্তগত করিবেন, তাহাতে আমি আঘাত করিয়া তোমার শিরশ্ৰেছদন করিব, এব^ পিলেষ্টীয়দের সৈন্যের শব অদ্য আকাশের পক্ষিগণকে ও পৃথবীর বনপশুদিগকে দিব তাহাতে ইয়ায়েলের সহায় ঈশ্বর, ইহা পৃথিবীস্থ তাবৎ লোক জ্ঞাত হইবে । এবং পরমেশ্বর খড়গ ও বড়শা দ্বারা রক্ষা করেন না, ইহাও এই সভাস্থ লোকেরা জানিবে, কেননা যুদ্ধ পরমেশ্বরের, তিনিই তোমাদি গকে আমাদের হস্তে সমপণ করিবেন । এই রূপ কথোপকথনের পরে দায়ুদ রণ ভূমিতে হঠাৎ উপস্থিত হইয়। ঐ ফিঙ্গাদ্বারা এক প্রস্তুর ঘুরাইয়াসেই পিলেষ্টীয়ের কপালে এমৎ আঘাত করিল, যে তাহাতে সে ভূমিতে অধোমুখ হইয়া পড়িল, ইহাতে দায়ুদ সেই পিলেষ্টীয়ের নিকটে দৌড়িয়া গিয়া তাহারি খড়গম্বুরা তাহার" মস্তুক ছেদন করিল, এইরূপে দাযুদ পরশ্বেরের আশীৰ্ব্বাদে এক প্রস্তুরাঘাতে ঐ মহাবীরকে পরাভব করিল। ইহাতে পিলেক্টীয়েরা আপনাদিগের মধ্যে মহাবীরের এইৰূপ পরাভব দেখিয়া সকলে পলাইল, ইহাতে