পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} (to আছি, তাহাতে শৌল দায়ুদকে কহিল, তুমি সেই পিলেষ্টীয়ের সহিত যুদ্ধ করিতে শক্ত নও, কেননা তুমি যুৰী, এবং সে যৌবন কালাবধি যোদ্ধ। ইহাতে দায়ুদ শৌলকে কহিল, আপনকার এই দাস আমি, আমার পিতার মেষ রক্ষা করিতেছিলাম, ইতিমধ্যে এক সিংহ ও এক ভল্লুক আসিয়া ঐ পালের মধ্যহইতে মেষৰৎস ধরিয়া লইল, তাহাতে আমি তাহাদের পশ্চাৎ ২ যাইয় তাহাদিগকে প্রহার করিয়া তাহাদিগের মুখহইতে তাহ উদ্ধার করিলাম, পরে তাহার আমার বিরুদ্ধে উঠিলে, আমি তাহাদের দাড়ি, ধরিয়া প্রবল প্রহারে বধ করিলাম, এ প্রকারে আপনকার দাস সেই সিংহকে ও ভল্লুককে বধ করিল, ঐ অত্বকচ্ছেদ পিলেষ্টীয় সৈন্য ঈশ্বরকে তুচ্ছ করাতে, সেই দুয়ের তুল্য হইবে। যিনি সেই সিংহের ও ভল্লুকের হস্তুহইতে আমাকে উদ্ধার করিলেন সেই পরমেশ্বর আমাকে পিলেষ্টীয়ের হস্তৃহইতেও উদ্ধার করিবেন, তাহাতে শৌল দায়ূদকে কহিল, যাও পরমেশ্বর তোমার সঙ্গী হউন। পরে শৌল আপন সঙ্গদ্বারা দায়ুদকে সাজাইতে মনস্থ করিলে, দায়ুদ সেই সজ্জা পরিধান করিতে স্বীকার করিল না, বরণ যষ্টি ও এক - ফিঙ্গ হন্তে করিয়া নিকটবক্তি সু্যেতঃ হইতে পাঁচখানা চিকুণপ্রস্তুর বাচিয়। লইয়া সেই পিলেষ্টীয়ের সঙ্গে রণ করিতে গমন করিল, তাহাতে সে পিলেষ্টীয় দায়ুদকে যুব ও অন্ত্রহীন দেখিয়া তুচ্ছ জ্ঞানকরণ পূৰ্ব্বক নিজদেবগণের