পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* $(th মিলকাকে বিবাহ করিয়াছিল, তথাপি সে রাজা তাহাকে ঘৃণা করিতে তুটি করে নাই, এব^ রাজপুত্ৰ যোনাথন ঐ ধাৰ্ম্মিক ও নিদোষিব্যক্তির প্রতি পিতার সৰ্ব্বদা অনু-, চিত নিষ্ঠুর ব্যবহার জানিয়া তন্নিবারণার্থে অতিশয় ষত্ব করিলেও তাহার উন্মত্ত ও নিষ্ঠুর পিতা শৌল রাজার উত্তরোত্তর দায়ুদের প্রতি ক্রুর ব্যবহারের বৃদ্ধি হইতে লাগিল। তাহাতে দায়ুদ সশঙ্কিত হইয়া স্বদেশহইতে পলাইল, কিন্তু ইহার পূৰ্ব্বে যোনাথনের সহিত সাক্ষাৎ করিলে, ঐ দুই জন পরল্পর মিত্রতা ও স্নেহ প্রযুক্ত আপন আপনি আলিঙ্গন করিয়া তাহ তাহাদিগের মধ্যে দৃঢ়প্রেম স্থির করিলে পরে, যোনাথন দারূদকে কহিল, তুমি রাজ্য প্রাপ্তির পরে আমার বণশের প্রতি দয়া প্রকাশ করিবা, তুমি আমার নিকট এই শপথ কর। তদনন্তর ষোনাথন তাহার পিতার রাজকার্য্য উত্তম রূপে নিৰ্ব্বাহ করিবার জন্যে রাজসভাতে পুনৰ্ব্বার ফিরিয়া গেল। কিন্তু দায়ুদ প্রধান যাজক আহিমেলেকের নিকটে পলাইয়া গেল, সে যাজক তাহার দুৰ্দশ দেখিয়া যাজকগণ ব্যতিরেকে সামান্য লোকের ভোজন নিষিদ্ধ যে পবিত্র দশন রুট, তাহ। আহারার্থে দাযুদকে ও তাহার লঙ্গিগণকে দিল; এই দানৰূপ কাৰ্য্য কেবল ঐ, যাজক ও তাহার এলিয়বংশোদ্ভব ড্রাতৃগণের দুঃখের মূল কারণ হইল, কেননা শৌল রাজা এই বিষয়ে সম্পূৰ্বাদ পাইয় তাহার ব"শের ৮৫ জনকে একত্র আনয়ন করিয়া অতিশয় ক্রোধে দ্বেষভাব প্রযুক্ত ইহার প্রতিফল দিবার জন্যে সে সৰু