পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉gレー* লকে বিনষ্ট করিতে আজ্ঞা করিল, এব^ আবিয়াথর নামক এক যুক পুরুষ ব্যতিরেকে উহাদের সমুদয় পরিবারকে বিনাশ করিল, ইহাতে এলীয়ব^শের প্রতি পরমেশ্বর পূবে যে ৰূপ অকাল মৃত্যুর বিষয় কহিয়াছিলেন, তাহা এক্ষণে সমপূর্ণরূপে ঘটিল। তদনন্তর দায়ুদ ব্যাকুল হইয়া সৰ্ব্বদা শব্ৰহস্তে বিনষ্ট হইবার আশঙ্কায় লোকালয় ত্যাগ করিয়া নিবিড় বন ও দুর্গম পৰ্ব্বতের গুহার মধ্যে লুকিয়া থাকিল, পরে তাহার শত্রুরা তাহাকে ধরিবার অতিশয় চেষ্টা করিলে, সে ইতস্ততে ভূমণ করিয বন্য পশুর বাস স্থান গুহাদিতে বাস করিয়াও ঐ দুরন্ত শেীল রাজার নিদয় দ্বেষ ভাবের অন্বেষণ হইতে উত্তীর্ণ হইল না, কেননা কোন সময়ে শৌল রাজা অনেক সৈন্যসামন্ত সঙ্গে লইয়া দাযুদকে ও তাহার সঙ্গিলোককে বেষ্টন করিল এবs দায়ুদ যে গুহাতে লুকিয় ছিল, তাহ শৌল না জানিয়া বিশুমার্থ সেই সময়ে তাহার মধ্যে প্রবেশ করিল। পরে দায়ুদের সঙ্গি লোক সকল এখন শৌলকে মারিয় রাজা হও এই পরামর্শ দায়ুদেরে দিলে পর ঐ ধাৰ্ম্মিক সুশীল জ্ঞানবান ব্যক্তি নিজ পুণ্য ও প্ৰভু ভক্তির গুণ প্রকাশার্থে, তাহ স্বীকার না করিয়া অধীনস্থ লোককে নষ্ট করিতে সকলেই সক্ষম, ইহার প্রমাণ রাজাকে দেখাইবার জন্যে খড়গদ্বারা তাহার বস্ত্রের অঞ্চল ছেদন করিল, এব০ নিজলোককে নিবারণ করিয়া তাহার শত্রুকে নির্লিন্ধুে বাহিরে যাইতে দিল। কিন্তু দুরাত্মা শৌল রাজ দায়দের এতাদৃশ ক্ষমা দেখিলেও