পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬২ হলাদ পূৰ্ব্বক ফিরুশালম নগরে আনাইয় এক সামান্য গৃহ মধ্যে রাথিল, এবং তৎকালে ঐ বিষয়ক ধৰ্ম্ম গীত রচনা করিল। যথা, পরমেশ্বরের প্রশ^স কর, ও তাহার নামে প্রর্থনা কর, ও লোকদের কাছে র্তাহার আশ্চৰ্য্য ক্রিয়ার প্রকাশ কর, তাহার উদেশে গান কর, ও তাহার উদেশে গাত গাও, ও তাহার আশ্চর্য্য কৰ্ম্ম সকল মনেতে ধ্যান কর। র্তাহার পবিত্র নামের শ্লাঘা কর ও পরমেশ্বরের অন্বেষণ কারিদের অন্তঃকরণ সৰ্ব্বদা আনন্দ যুক্ত থাকুক। পরমেশ্বরের ও র্তাহার শক্তির অন্বেষণ কর, ও সৰ্ব্বদ। তাহার মুথের অন্বেষণ কর। হে তাহার সেবক ইসায়েল বণশ তাহার কৃত আশ্চর্য্য কৰ্ম্ম সকল ও তাহার অদ্ভূত লক্ষণ ও তাহার মুথের দণ্ডাজ্ঞ স্মরণ কর। হে পৃথিবীস্থ লোক সকল, পরমেশ্বরের উদেশে গান কর, ও র্তাহার কৃত পরিত্রাণ দিনে ২ প্রক্লাশ কর। এবণ অন্যদেশীয়দের মধ্যে র্তাহার গৌরবের, ও তাবৎ লোকের নিকটে তাহার আশ্চৰ্য্য ক্রিয়ার ৱণনা কর। পরমেশ্বর মহান ও অতি প্রশPসনীয়। ও তাবদেবতা অপেক্ষ ভয়ুর্য। অন্যদেশীয়দের দেবতা সকল অগণ্যের মধ্যে, কিন্তু পরমেশ্বর আকাশের সৃষ্টিকৰ্ত্তা, এবং প্রশ৭সা ও সমাদর তাহার অগ্রবর্তী, ও তাহার বাস স্থানে শক্তি ও সৌন্দৰ্য্য থাকে। হে মনুষ্যসন্তানবর্গ, তোমরা পরমেশ্বরের প্রশ৭সা কর, ও পরমেশ্বরের মহিমা ও পরাক্রমের প্রশ^সু কর, এব^, পরমেশ্বরের নামের মহিমার প্রশ৭সা কর, ও