পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆ8 তোমার পূৰ্ব্বভূত শৌলরাজাহইতে যেমন অনুগ্রহ লইলাম, তেমন তোমাহইতে আমার অনুগ্রহ নীত হইবে না। কিন্তু তোমার গৃহে ও তোমার রাজ্য চিরকাল 'श्ङ्गि রাখিব, এব^ তোমার সিংহাসন ও সৰ্ব্বদা নিশ্চল হইবে। তাহাতে দায়দরাজ বিনয়পূৰ্ব্বক পরমেশ্বরের আজ্ঞার বশীভূত হইয়া কহিল, পরমেশ্বর আপনার সদয়বাক্যানুসারে অভিমত সিদ্ধ করুন। পরে দায়ুদ ঐ সুন্দর মন্দির নির্মাণার্থে সোণ রূপ কাষ্ঠ প্রভৃতি নানা বিধ দ্রব্য প্রস্তুত করিতে লাগিল। সেীভাগ্যেতে মানুষের মনঃভুষ্ট হয়, এই নিয়মে অনেক দিন পর্যন্ত দায়দের সৌভাগ্য হওয়াতে তাহার মনঃভুষ্ট হইলে, সে অহঙ্কার পূৰ্ব্বক সুপথ ত্যাগ করিতে উদ্যত হইল। তৎকালে তাহার সৈন্যাধ্যক্ষ ষোয়াব আমনীয়ার সঙ্গে রণ স্থলে যুদ্ধ করিতে ২ দায়ুদ রাজবাটীতে নিস্কুৰ্ম্মে রহিয় তাহার উরীযননামক এক জন যুদ্ধবীর ও বিশ্বস্তু সেনাপতির ভাৰ্য্য, বৎশেবাকে দেথিৰামাত্র তাহাতে আসক্ত হইয়া কুকৰ্ম্ম করিল। রাজা আপন অপরাধ ও বংশেবার লজ্জা কোন প্রকারে লুকাইতে ন পারিয়া যোয়াবকে আজ্ঞা করিল, উরীয়কে তুমুল যুদ্ধের সমুথে নিযুক্ত করিয়া তাহার নিকট হইতে তোমর সরিয়া যাইব। তাহাতে সে অমনীয়দ্বারা ক্ষত হইয়া মরিৰে । পরে রক্তাক্ত ব্যক্তি যোয়াব শীঘু রাজার আজ্ঞা সিদ্ধ করিলে, উরীয় নামক বীর হত হইল। তাহাতে দায়ুদ সেই অনিষ্ট ক্রিয়ার ফল ভোগার্থে হঠাৎ বৎশেবাকে বিবাহ করিল। তৎপরে পর