পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

St(t মেশ্বরের জাজ্ঞানুসারে নাথননামক ভবিষ্যদ্বক্ত দায়ুদের নিকট আসিয়া কহিল, একু নগরে এক ধনবান ও এক দরিদ্র দুই লোক ছিল। এবং ঐ ধনবানের অতি প্রচুর গোমেষাদির পাল ছিল। এবং দরিদ্রদের একটি ক্ষুদ্র মেষবৎসাকে ক্রয় করিয়া তাহাকে পালন করিত, তদ্ব্যতিরেকে তাহার আর কিছু ছিল না, অপর এক পথিক ঐ ধনবানের গৃহে অতিথি হইলে, সে আপনার নিকটে আগত অতিথির জন্যে পাক করণার্থে আপন গোমেষাদি পাল হইতে কিছু লইতে সম্মত না হইয়া ঐ দরিদ্রের মেষবৎসাকে লইয়। আপনার নিকটে আগত অর্থির জন্যে পাক করিল। তাহাতে দাযুদ্র ঐ ধনবানের প্রতি অতিশয় ক্রোধাগ্নিতে প্রজ্বলিত হইয়া নাথনকে কহিল, পরমেশ্বরের অমরতার দিব্য করিয়া কহিতেছি এমন কৰ্ম্মকারি লোক অবশ্য মরিবে । সে-তাহার প্রতি কিছু দয়া না করিয়া এমত কৰ্ম্ম করিল, এই জন্যে ঐ মেষবৎসার চতুৰ্গুণ ফিরিয়া দিবে। নাথন দায়ুদকে কহিল, তুমিই সেই মনুষ্য। ইয়ায়েল বণশের প্রভু পরমেশ্বর এই কথা কহেন, আমি তোমাকে ইসায়েল ব৯শের উপরে রাজ্যাভিষিক্ত করিলাম, ও শৌলের হস্তুহইতে তোমাকে উদ্ধার করিলাম, এব^ তোমার প্রভূর সর্বস্ব তোমাকে দিলুম, এবণ যদি তাহ। সুল্প হইত তবে তোমাকে আরো অধিক নানা প্রকার বস্তু দিতাম, এখন তুমি পরমেশ্বরের সাক্ষাতে পাপ করিয়া কেন তাহার আজ্ঞা তুচ্ছ করিলা । তুমি উরিয়কে &rড়গদ্বারা বধ করিয়া তাহার ভার্যাকে আপন ভাৰ্য্যা