পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yፃ¢ এক পুত্রকে দিলা, তাহার প্রতি এই বড় অনুগ্রহ করিলা। এখন হে আমার প্রভো পরমেশ্বর তুমি আমার পিতা দায়ুদের পদে আপন দাসকে রাজ্যাভিষিক্ত করি. লা, কিন্তু আমি ক্ষুদ্রবালক বহির্গমন করিতে ও অন্তরে প্রবেশ করিতে জানি না । তোমার এই দাস তোমার মনোনীত লোকদের মধ্যে অর্থাৎ মহত্ব ও বাহুল্য প্রযুক্ত অসংখ্য ও অগণ্য লোকদের মধ্যে আছে। অতএব তোমার এই লোকদের বিচার করিতে ও ভদ্রাভদ বিশেষ জানিতে তোমার দাসের মনে জ্ঞান দেও। নতুবা তোমার এত লোকের বিচার কে করিতে পারে ? তখন পরমেশ্বর সুলেমানের এইৰূপ প্রার্থনাতে সন্তুষ্ট হইয়া কহিলেন, তুমি কেবল এই প্রার্থনা করিলা, এব^ আপনার দীর্ঘায়ু প্রার্থনা করিলান, ও আপনার জন্যে ধন ও প্রার্থনা করিলা না, ও আপনার শত্নগণের প্রাণনাশও প্রার্থনা করিলা না, কিন্তু ন্যায় জানিতে আপনার জন্যে কেবল জ্ঞান প্রার্থনা করিলা, এই নিমিত্তে আমি তোমার বাক্যানুসারেই করিলাম, দেখ তোমাকে এমৎ জ্ঞানবৎ ও বুদ্ধিমৎ মন দিলাম, যে তোমার পূৰ্ব্বে তোমার তুল্য কেহ হয় নাই, এবং পরেও তোমার তুল্য কেহ হইবে না। তদ্ভিন্ন তুমি যে ধন ও সম্মান প্রার্থনী করিলা না, তাহাও আমি তোমাকে এমত দিলাম-যে রাজৰগের মধ্যে যাবজ্জীবন তোমার তুল্য কেহ হইবে না। তোমার পিতা দায়ুদ যেরূপে আচরণ কহিয়াছে . সেইৰূপে তুমি যদি আমার আজ্ঞ ও বিধি পালন করিয়। আমার পথে আচরণ কর,তবে আমি তোমার আয়ুর