পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

➢ ፃ 8 অনেক আয়ু ও ধন এবশ সমুমৰিশিষ্ট হইয়া পরলোক গত হইল। তৎপরে তাহার পুত্র সুলেমান তাহার পরিবৰ্ত্তে রা জত্ব করিতে লাগিল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ১০১৫ সৎসর। صححه هجومو جسس. ষষ্ঠ । সুলেমানের রাজত্ব, ও জ্ঞানার্থ প্রার্থনা, দেবোপাসিকাস্ত্রীর পরামর্শে দেবপূজাকরণ প্রভৃতির বিবরণ। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ১৭১৫ অবধি ৯৭৫ বৎসর পর্যন্ত। সুলেমান রাজ্যাভিষিক্ত হইবামাত্রে আদোনিয় এবণ তাহার সঙ্গিগণ পূৰ্ব্বোক্ত কুমন্ত্রণানুসারে ব্যবহার করিয়া এককালে প্রাণে বিনষ্ট হইল। আবিআর্থর নামক রাজযাজক মাত্র কেবল যাজকীয়পদচু্যত হইয়। প্রাণ রক্ষা পাইল, ইহাতে এলিয় বংশের প্রতি যে পরমেশ্বরের অভিশাপ পূৰ্ব্বে হইয়াছিল, তাহা এক্ষণে তদ্বণশের ঐ অবশিষ্ট ব্যক্তিতেই সফল হইল, অপর সুলেমান আপন পিতা দায়ুদের বিদ্যানুসারে আচরণ করিতে পরমেশ্বরেতে প্রেম করিল। এবণ পরমেশ্বর রাত্রিতে স্বপ্নযোগে সুলেমানকে দশন দিলেন, এবং ঈশ্বর কহিলেন আমার দাতব্য বর তুমি প্রার্থনা কর । তাহাতে সুলেমান কহিল, তোমার দাস আমার পিতা দায়ুদ সত্যতাতে ও ধৰ্ম্মে ও তোমার গোচরে সরলান্তঃকরণে আচরণ করিলে, তুমি তদনুসারে তাহার প্রতি বড় দয়। প্রকাশ করিয়া তাহার সিংহাসনে অদ্য উপবিষ্ট হইতে