পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b श्रृङ्ग পৃথিবী ও তৎস্থ সকল জীব জন্তুকে জল প্লাৱনে নষ্ট করিবার মানসে, তাহ নোহকে জানাইয় আঁজা করিলেন, তুমি এক থান বৃহৎ জাহাজ নিৰ্ম্মাণ করিয়া এব^সপঞ্জিার ও সৰ্ব্ব প্রকার পশু পক্ষির এক ২ ঘোড়৷ লইয়া তাহাতে, আরোহণ কর, তাহাতে রক্ষা পাইব । নোহ ১২০ বৎসরে সে বৃহৎজাহাজ নিৰ্ম্মাণ করিল, ইতিমধ্যে সে লোক সকলকে আপনাদের শঙ্কা বিষয়ে চেতনা দিয়া'তাহাদিগকে আগামী বিপদহইতে পলায়ন করিতে ও পাপ বিষয়ে খেদ, ও পরমেশ্বরের নিকটে মন পরিবর্তন করিতে শিক্ষা দিল, ইহাতেও তাহার কথায় অশ্রদ্ধা করিয়া আরও দুরাচার করিতে লাগিল। পরমেশ্বর দয়াশীল হইয়া ১২০ বৎসর পর্যন্ত তাহণ ও সহিলেন; অবশেষে সপহারের দিবস উপস্থিত হইলে পর, নোহ ও তাহার স্ত্রী ও তিন পুত্র এল৭ পুত্ৰ বধূগণ ঐ বৃহৎ জাহাজে আরোহণ করিলে পর, মহাসমুদ্রের সমস্ত উনুই ভাঙ্গিয় গেল,এবং আকাশস্থ মেঘদ্বার সকল মুক্ত হইল,তাহাতে পৃথিবীতে ৪০ দিবারাত্রি মুষলধারে বৃষ্টি হইতে লাগিল, তাহাতে ভূস্থল সকল মগ্ন করিয়া ঐ জল উগচতম পৰ্ব্বতের উপরে ১৫ হাত পরিমাণে রহিল, তথন ভূচর তাবৎ প্রাণী,বিশেষতঃ পক্ষী এবং গ্রাম্যও,বন্যপশু ও উরোগামী জন্তু, ও মনুষ্য প্রভৃতি তাবৎ প্রাণী বিনষ্ট হইল। নোহ ও বৃহৎ জাহাজে আরূঢ় তাহার সঙ্গি মনুষ্য ও পশু প্রভৃতি ব্যতিরেকে আর কোন প্রাণী রক্ষা পাইল না ; এবণ পরমেশ্বরের দয়া ও আশীৰ্ব্বাদে সে জলের উপরে জাহাজ নিৰ্ব্বিঘুে ভাসিয়া রহিল।